করুণাকামী
এগিয়ে চলো সৎ পথে আল্লাহ সহায় পাবে
তাঁর হুকুম মানলে অশান্তি দূরে চলে যাবে।
আল্লাহ এবং রাসুলের প্রদর্শিত যত আছে
পালন কর সকল মানুষ শান্তি পাবে পাছে।
সর্ব ক্ষেত্রে ধ্যান ধারণা যদি থাকে তাঁদের
আদেশ পালন করলে উন্নতি হবে মোদের।
দুঃখ কষ্ট দুর্গতি যাতনা দুর্দশা দুর্ভোগ যত
দূর করে দেন সবই প্রমাণ আছে শত শত।
আল্লাহ তায়ালা করেন অশেষ মেহেরবানী
আমরা সকল আছি যত তাঁর করুণাকামী।
আল্লাহ ব্যতীত কাহার ই কোন উপায় নাই
তাঁর বিধি নিষেধ মানো শান্তি পাবে সবাই।
খোদা তায়ালার দয়া যতই সীমানা অসীম
তাঁর রহমতের ভান্ডার ই কত সীমানাহীন।
যত মাখলুকাত পৃথিবীতে বিরাজমান রয়
সৃষ্টি কর্তার দয়ায় সব কিছুরও ব্যবস্থা হয়।