কান্নার রোল
এতিম অসহায় একটি ছেলে
স্কুল ছুটির পর এক দেয়ালের
পাশে কান্না করে হেলে দুলে।
বিদ্যালয় থেকে সব বের হয়ে
আনন্দ উল্লাসে ও হৈচৈ করে
দৌড়ে ব্যস্ত সাথে ব্যাগ লয়ে।
ঐ ছেলেটি কত হতাসায় পড়ে
কেউ আসেনিতো ওকে নিতে
কান্নার রোল আরো তার বাড়ে!
সব ছাত্র ছাত্রীরই এসেছে লোক
অনাথ হতভাগার কেউ আসেনি
ইহা দেখে তার বেড়ে যায় দুঃখ!
তাকে জিজ্ঞেস করলে সে বলে
ছোট ছিলাম যখন মা যায় মরে
বাবা পরে পরলোকে যায় চলে!
জগতে আমি ছাড়া কেউ নাই
এক বৃদ্ধ কিছু টাকা দিয়ে হাত
বুলিয়ে দিলেন তবে শান্তি পাই!
অধিক কান্নায় অশ্রু বেয়ে পড়ে
হৃদয় বিদারক তার রোদন শুনে
অনেক এগিয়ে এসে তাকে ধরে!
কেউবা চোখের পানি মুছে দেয়
আবার কেউ টাকা সংগ্রহ করে
ওকে দিলে সে হাত পেতে নেয়।