কিভাবে একটি WordPress ব্লগ শুরু করবেন (ধাপে ধাপে) :

সঠিক নিয়মে wordpress ব্লগ শুরু করতে চাচ্ছেন? আমরা জানি ব্লগ শুরু করা খুবই কষ্টসাধ্য বিষয় যদিনা আপনার লেগে থাকার স্বভাব না থাকে।

আপনি একা নন, ১৩০০০০ থেকেও বেশি মানুষ ঠিক একই সমস্যায় ভুগছে।

এজন্য আমি আজ নিয়ে এসেছি সবচেয়ে সেরা একটি আর্টিকেল যা আপনাকে সাহায্য করবে ব্লগ তৈরিতে। এজন্য আপনার কারিগরি জ্ঞান না থাকলেও চলবে।

আমি যে নিয়মটি দেখাবো তা ১৮ বছর বয়সী থেকে ৬০ বছর বয়সীর যে কেউ সহজেই বুঝতে পারবে।

তারপরেও যদি আপনি বুঝতে না পারেন আমিতো আছিই।

এর আগে দেখে আসি ব্লগ কি?

ব্লগ শুরু করতে আপনার কি কি প্রয়োজন হবে?

আপনার ৩ টি জিনিসের প্রয়োজন হবে WordPress ব্লগ তৈরি করার জন্য

একটি ডোমেইন নাম (এটি হবে আপনার সাইটের নাম, যেমনঃ upohas.com)

একটি ওয়েব হোস্টিং একাউন্ট (এটি হবে আপনার সাইটের স্থায়ী বাস)

৩০ মিনিটের ধৈর্য।

হ্যাঁ, ঠিক ৩০ মিনিটের মধ্যেই আপনি ব্লগ তৈরি করে ফেলতে পারেন। ধাপে ধাপে আমি দেখাবো কি করে তা করতে হবে।

এই আর্টিকেলে আমি দেখাবোঃ

কিভাবে ডোমেইন নেইম এবং সেরা হোস্টিং নিতে হবে

কিভাবে WordPress ইন্সটল করতে হবে

কিভাবে WordPress থিম পাল্টাতে হবে

কিভাবে প্রথম ব্লগটি লিখতে হবে

কিভাবে প্লাগিনের মাধ্যমে WordPress কে সাজাতে হবে

কিভাবে ব্লগের মাধ্যমে আয় করতে পারবেন

এবং আরো অনেক কিছু…

চলুন শুরু করা যাক।

অবশ্যই পড়ে নিবেন যে, নতুন ব্লগ শুরু করার পূর্বে জেনে নেওয়া দরকার।

ধাপ ১ঃ সেটআপ

সদ্য ব্লগার সবচেয়ে বড় ভুল করে সঠিক ব্লগিং প্লাটফর্ম বাছাই করতে।

আপনার সাথে তা হচ্ছে না কারন আপনি সঠিক জায়গায় এসেছেন।

৯৫% ব্লগার WordPress.Org ব্যবহার করা পরামর্শ দিয়ে থাকে।

কারন এটি সবার জন্য উন্মুক্ত। আপনি সহজেই সাইট সাজাতে পারবেন এবং বিভিন্ন ধরনের প্লাগিন ব্যবহার করতে পারবেন।

এছাড়া আপনার আয়ের একটি উৎস হতে পারে এটি।

WordPress ফ্রি কিন্তু আপনাকে হোস্ট এবং ডোমেইনের জন্য ব্যয় করতে হবে।

ডোমেইন হল আপনার সাইটের এড্রেস যেমনঃ http://upohas.com এবং হোস্টিং হলো যেখানে আপনার সাইট স্থায়ী হবে।

একটি ডোমেইনে সাধারনত আপনার ১০০০৳/ বছর ব্যয় হবে এবং হোস্টিং এ ৮০০৳/ বছর।

ওয়ার্ডপ্রেস হোস্টিং ক্রয়ের আগে দাম এবং এর আদ্যোপান্ত দেখে নিন

XeonBD কে ধন্যবাদ কারন আমার জানা মতে তারা সাশ্রয়ীমূল্যে হোস্টিং এবং ডোমেইন দিয়ে থাকে।

হোস্টিং -র সাথে ফ্রি ডোমেইন অফার নিতে ক্লিক করুন*

সার্বক্ষনিক সেবা প্রদানে দেশে তাদের বিকল্প অন্তত্য আমি খুঁজে পাইনি।

চলুন ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলা যাক।

প্রথমেই XeonBD নতুন ট্যাবে ওপেন করুন। এবং নিচের নিয়মানুযায়ী কাজ করুন।

পছন্দ অনুযায়ী একটি প্যাকেজ সিলেক্ট করুন এবং Get Started বাটনে ক্লিক করুন

Click on Get started

এরপর যে পেইজ আসবে তা হতে পছন্দমত প্যাকেজ বেছে নিন।

Oder Now বাটনে ক্লিক করুন

ক্লিক করার পর ফ্রি ডোমেইন নেওয়ার পৃষ্ঠা আসবে। আপনার ডোমেইন নেইমটি লিখে Check বাটনে ক্লিক করুন। এবং Continue বাটনে ক্লিক করুন।

চেক বাটনে ক্লিক করুন

পরের পেইজে হোস্টিং সংক্রান্ত বিষয় ফুটে উঠবে তা হতে Billing Cycle এ ১২ মাস সিলেক্ট করুন নতুবা ডোমেইন ফ্রিতে পাবেন না।

অতঃপর Continue বাটনে ক্লিক করুন। চাইলে কিছু Addon যুক্ত করে নিতে পারেন।

১২ মাস সিলেক্ট করতে ভুলবেন না।

ডোমেইন কনফিগারেশন পেইজে দুটি এড অন দেখাবে।

আমি সাজেস্ট করবো একটু বেশি খরচ হলেও সেগুলো যুক্ত করে নিতে।

ডোমেইন এড অন।

এরপর আপনাকে Checkout করতে বলা হবে। চেক আউট বাটনে ক্লিক করে নিজের তথ্যগুলো প্রদান করে সাবমিট করুন তাহলে সাথে সাথেই আপনার ডোমেইন এবং হোস্টিং চালু হয়ে যাবে।

ফর্ম ফিলাপ :

বিকাশ/ রকেট বা ব্যাংকিং এর মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারবেন এজন্য পেমেন্ট অপশন হতে SSLcommerz সিলেক্ট করতে হবে।

এছাড়া এক্ষেত্রে কোন সমস্যাতে পড়লে উপরে একটি চ্যাট বাটন ভাসতে দেখা যাবে সেখানে ক্লিক করবেন এতে আপনি অনলাইনে সাহায্য পাবেন।

ধাপ ২ঃ WordPress ইন্সটল :

আপনাকে আপনার সিপ্যানেল সংক্রান্ত তথ্য ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে।

সেখান থেকে আপনার সিপ্যানেলে লগিন করলে বিভিন্ন অপশন দেখতে পাবেন তা হতে WordPress এ ক্লিক করবেন।

click on wordpress

click on install now

Install বাটনে ক্লিক করে সঠিকভাবে ফর্ম ফিলাপ করে Install বাটনে ক্লিক করলে নিচের মত আসবে এবং সাইটের নাম, এডমিন লগিন এবং পাসওয়ার্ড আসবে যা একটি সেইফ জায়গায় লিখে রাখুন।

Installing WordPress

শুভেচ্ছা আপনার জন্য আপনি একটি সাইট তৈরি করে ফেলেছেন। খুব বেশি কঠিন ছিলো নাকি?

আপনার এডমিন লগিন দেখতে এমনটা হবে http://yoursite.com/wp-admin

লিংকটিতে চলে যান এবার আপনি আপনার সাইট সাজাতে এবং ব্লগিং শুরু করতে পারবেন।

ধাপ ৩ঃ থিম সিলেক্ট করা :

আপনার সাইটের ডিজাইন কেমন হবে তা নির্ভর করে আপনার থিমের উপরে।

WordPress এ আগে থেকেই তৈরি করা থিম থাকে। আপনি চাইলে খুব সহজেই সেগুলো ব্যবহার করতে পারেন।

এজন্য আপনাকে WordPress Dashboard থেকে যেতে হবে Appearance » Themes এ।

Add new বাটনে ক্লিক করুন।

WordPress.org তে প্রায় ৪১০০ থেকেও বেশি থিম রয়েছে তা হতে আপনি যে কোনটি বাছাই করে নিতে পারেন

থিম বাছাইয়ের পর সেই থিমের install বাটনে ক্লিক করে পুনরায় active বাটনে ক্লিক করুন।

এরপর আপনি থিমটিকে নিজের মত সাজিয়ে নিতে Dashboard থেকে Appearance » Customize এ যেতে হবে।

থিম সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনি আপনার প্রথম ব্লগ লিখতে প্রস্তুত।

ধাপ ৪ঃ প্রথম ব্লগ পোষ্ট তৈরি করা :

প্রথম পোষ্ট লিখতে Posts » Add New তে ক্লিক করতে হবে।

সেখানে আপনি একটি এডিটর এরিয়া দেখতে পাবেন।

make your first blog

আপনার লেখা হয়ে গেলে সামনে এগিয়ে যান এবং publish/ প্রকাশ বাটনে ক্লিক করে দিন।

publish your blog

ধাপ ৫ঃ প্লাগিন ইন্সটল :

ভিডিওটি দেখে নিলে আপনি সহজেই বুঝে যাবেন কিভাবে প্লাগিন ইন্সটল করতে হয়। আরো জানতে মন্তব্য করুন।

প্লাগিনের এপিঠ ওপিঠ জানতে এটি দেখুন

ধাপ ৬ঃ কিভাবে আয় করবেন :

আপনি ব্লগ তৈরি করে ফেলেছেন। এখন প্রশ্ন হলো কিভাবে আয় করবেন তাইতো?

ব্লগ হতে আয় করার অনেকগুলো উপায় রয়েছে কিন্তু উপায়গুলো এমন নয় যে, আপনি এক দিনেই আংগুল ফুলে কলা গাছ হয়ে যাবেন। যদি এমন কিছু দেখে থাকেন তাহলে তা ১০০% ভূয়া।

আপনি আপনার ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন।

মাসে ১০০$-২০০$ ও আপনি পেয়ে যেতে পারেন। বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল এডসেন্সের বিকল্প নেই।

দেখুনঃ

এডসেন্স থেকে আয় করার পূর্নাঙ্গ গাইড :

এডসেন্স শেষ নয় এমন আরো অনেক উপায়ে আপনি ব্লগ হতে আয় করতে পারবেন। এজন্য আমাদের ব্লগে চোখ ‌‌খোলা রাখুন।

ইতিকথা

লিখে ফেলছি অনেক কিছু। আরো লেখা যেত কিন্তু সময় সংকুলতা এবং ধৈর্য রাখা বড় দায়।

আপনি যদি উপরের সবকিছু সঠিকভাবে করে থাকেন তাহলে কোন সমস্যা হবার কথা নয়।

এরপরেও যদি সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট করুন।

শেষ কিন্তু একেবারে শেষ নয়

আপনাদের জন্য সুখবর রয়েছে। আপনি যদি আমার দেওয়া লিংক ব্যবহার করে ব্লগিং শুরু করতে চান তাহলে আপনার ওয়েবসাইট সেট আপ করার দায়িত্ব আমার।

এজন্য আপনাকে উপযুক্ত প্রমাণ সহ মন্তব্য করতে হবে এরপর আমিই আপনার সাথে যোগাযোগ করবো। হ্যাপি ব্লগিং।

Tagged with: Wordpressএডিটরস পিকব্লগব্লগিং

আকাশ

যিনি স্বপ্ন লিখেন বাংলা ভাষায়। ইন্টারনেটে বাংলার তথ্যভান্ডার সমৃদ্ধশালী করার জন্য লড়ে যাচ্ছেন প্রায় চার বছর ধরে৷

বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এবং লিখে যাচ্ছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *