কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব ?

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব ? বা গুগোল অ্যাডসেন্সে কিভাবে আবেদন করবেন সেটি আমি একটি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে প্রেক্টিক্যাল বর্ণনা করেছি। 

যেভাবে ব্লগে এড ব্যবহার করবেন

যখন গুগল এডসেন্স আপনাকে অ্যাড ব্যবহার করার জন্য অনুমতি দেবে, তখন এডসেন্সের ড্যাশ বোর্ডে গিয়ে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির অ্যাড ক্রিয়েট করতে পারবেন।

আর যখনই বিভিন্ন সাইজ বা ক্যাটাগরির অ্যাড ক্রিয়েট করবেন ।

তখন তাৎক্ষণিকভাবে একটি জাভাস্ক্রিপ্ট কোড
দেবে । সেই কোডটি কপি করে আপনার ব্লগে সাইডবার অথবা পোষ্টের ভিতরে যেখানে যেখানে প্লেস করবেন ঠিক সেখানে সেখানে গুগোল সেই কনটেন্টের ক্যাটাগরি ম্যাচ করে অ্যাড শো করাবে।

যেভাবে Google Adsens থেকে টাকা আয় করবেন :

ভালো কথা এতক্ষণ তো জানলাম কিভাবে একটি গুগল এডসেন্স এর আবেদন করবেন, ও কিভাবে গুগল এডসেন্স থেকে ইনকাম হয়, কিভাবে গুগল এডসেন্স আপনাদেরকে পেমেন্ট করবে সেই কথা। 

এখন জানব  কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায়।

স্বভাবতই যখন আপনার ওয়েবসাইট থাকবে তখন ভিজিটর আপনার ব্লগে/ ওয়েবসাইটে আসবে আর যখন ভিজিটর তথ্য সংগ্রহ করতে আসবে তখন আপনার এডে অবশ্যই  ক্লিক করবে। 

আর যখন বিজ্ঞাপনে ক্লিক পড়বে তখন কান্ট্রি ভেদে  আপনাকে একটি নির্দিষ্ট পরিমান টাকা পেমেন্ট করবে।

এখন প্রশ্ন আসতে পারে গুগল এডসেন্স আপনাকে কেন টাকা দেবে?

রাইট, গুগল এডসেন্স আপনাকে এই জন্যই টাকা দিবে আপনি যে এডটিতে ক্লিক করছেন সেই এডটি গুগলের নিজস্ব নয় সেটি যে কোন একটি এডভারটাইজার গুগলকে টাকা দিয়েছে  প্রচার করার জন্য।

তখন গুগল আপনার ওয়েবসাইটের তার পাবলিশারদের এডকে প্রচার করছে ।

আর এইজন্য পাবলিশারদের কাছ থেকে যত টাকা তারা কেটে নিবে তার থেকে 32 পার্সেন্ট গুগোল রেখে 68% আমাদেরকে দেবে সুতরাং এখানে গুগলের লাভ আপনাকে কেন দেবে না।

যেভাবে আপনার এডসেন্স মনিটরিং করবেন :

সবই বুঝতে পারলাম আমার একটি গুগল এডসেন্স একাউন্ট আছে। এখন আমি এই এডসেন্সটাকে কিভাবে মনিটরিং করব? কিভাবে পরিচর্যা করব?

ভয়ের কোন কারণ নেই গুগল যখন অ্যাডসেন্স আপনাকে দিয়েছে সেটা আপনারই । আপনার জিনিস যত্ন করার দায়িত্বও আপনার।

আপনার একাউন্টকে নিয়ন্ত্রন করার জন্য গুগল আপনাকে একটি ড্যাশবোর্ড দেবে জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে আপনি আপনার মত করে নিয়ন্ত্রণ করতে পারবেন।

ইচ্ছা হলে কোন এড বন্ধ রাখতে পারবেন ইচ্ছা হলে অ্যাড করতে পারবেন।

এমনকি ইচ্ছা হলে আপনার গুগল এডসেন্স একাউন্টে যে কোন ওয়েবসাইট এড করতে পারবেন এমনকি নির্দিষ্ট কোন সাইটে এড বন্ধ রাখতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে।

যেভাবে আপনার প্রতিদিনের আয় দেখবেন :

ইম্পরট্যান্ট একটি প্রশ্ন !  আপনার প্রতিদিন কত পেজ ভিউ হচ্ছে, কত ইম্প্রেশন হচ্ছে, কত টাকা ইনকাম হচ্ছে, সেটার জন্য গুগল এডসেন্স এর ড্যাশবোর্ডে একটি উইজেট থাকবে। 

সেখানে আপনি ফিল্টারিং  করে প্রতিদিন কত ইনকাম হচ্ছে , প্রতি সপ্তাহে কত ইনকাম হচ্ছে,  প্রতি 28 দিন কত টাকা ইনকাম হচ্ছে,  প্রতি ক্লিক এ কত টাকা পাচ্ছেন, মানে প্রতি ক্লিকে কত সিপিসি পাচ্ছেন সেটা দেখতে পারবেন।

এমনকি কোন অ্যাড এ কতগুলো ক্লিক পড়ছে, কোন অ্যাড থেকে কত টাকা আসছে সেটাও আপনি দেখতে পারবেন।

কোন অ্যাড এ ইনভেলিড ক্লিক হচ্ছে কি না সেটি আপনি বুঝতে পারবেন। 

যখন ই দেখবেন আপনার পরিমাণের চেয়ে বেশি ক্লিক পড়ছে তখন বুঝতে হবে কেউ ইচ্ছা করেই আপনার এড এ ক্লিক করছে তখন আপনি ক্ষণিকের জন্য সেই অ্যাডকে বন্ধ রাখতে পারেন। 

শুধুমাত্র নিরাপত্তার জন্য। এর জন্য এডসেন্স এর একটি ফরম আছে সেই ফরমটি ফিলাপ করে আপনি ইনভেলিড ক্লিক প্রতিরোধ করতে পারবেন। 

এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি :

ভালো কথা গুগল এডসেন্স থেকে আপনার একাউন্টে টাকা জমা হয়েছে এখন প্রশ্ন হলো আপনি কীভাবে সেটাকে আপনার নিজের একাউন্টে নিয়ে আসবেন।

যখন গুগলর এডসেন্স একাউন্টে কমপক্ষে 100 ডলার পূর্ণ হবে তখন গুগল আপনাকে পেমেন্ট করার জন্য আপনার ব্যাংক ডিটেলস অ্যাড করতে বলবে।

তখন পেমেন্ট সেটিং এ গিয়ে আপনার ব্যাংকের ইনফরমেশন গুলো এড করে দিবেন ।

কিভাবে ব্যাংক একাউন্ট যোগ করবেন সেই সম্পর্কে একটি ভিডিও টিউটোরিয়াল আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ।

আমাদের বাংলাদেশের সাধারণত প্রতি মাসের ইনকাম পরের মাসের 21 তারিখে পাঠিয়ে থাকে এবং সে টাকা চার থেকে পাঁচ দিনের মধ্যে ব্যাংক একাউন্টে সম্পূর্ণভাবে জমা হয়ে যায়। এর জন্য আপনাকে কোন টেনশন করতে হবে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *