কিভাবে ব্লগিং শুরু করবেন
ব্লগিং এর মাধ্যমে আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে প্রথমে জানতে হবে কিভাবে ব্লগিং শুরু করতে হবে। এই বিষয়ে আপনি অনেক টিউটোরিয়াল পাবেন ইন্টারনেটে।
তবে, সঠিক ব্লগিং গাইডলাইন গুলো নিচে আমি বলে দিচ্ছি। আপনি একজন সফল ব্লগার হতে পারবেন যার মাধ্যমে।
নিশ্চিত থাকতে হবে প্রথমে আপনাকে, কি বিষয় নিয়ে ব্লগিং শুরু করবেন। মানে ব্লগে আর্টিকেল লিখবেন কোন বিষয়ে।
একটি ডোমেইন নাম এবং ভালো কোম্পনির হোস্টিং কিনতে হবে ব্লগ তৈরি করার জন্য ।
ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন হোস্টিং সার্ভারে এবং ভালো আকর্ষনীয় ব্লগার থিম ইনস্টল করুন। প্রয়োজনীয় প্লাগিন গুলো সাথে ইনস্টল করুন।
নিয়মিত ভাবে মানে সপ্তাহে ৩-৪ টা ভালো কোয়ালাটির আর্টিকেল পাবলিশ করুন।
নিজের ওয়েবসাইটকে গুগল সার্চ ইঞ্জিনে জমা দিন যাতে ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর্স পান।
ধীরে ধীরে যখন আপনার ব্লগে ভিজিটর্স বা ট্রাফিক আসবে তখন আপনি বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারবেন।
আশাকরি সহজে বুঝতে পারছেন কিভাবে ব্লগিং শুরু করবেন।
ব্লগিং শুরু করার আগে যে বিষয়ে জানা প্রয়োজন?
ব্লগিং শুরু করার আগে অবশ্যই আপনাকে কিছু বিষয়ে জ্ঞান রাখতে হবে। তাহালে আপনি সফল ক্যারিয়ার গড়ে ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন। আপনাকে যে বিষয়ে নজর দিতে হবে,
SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)।
একটি ব্লগ ওয়েবসাইটে যত বেশি ভিজিটর্স বা ট্রাফিক আসবে ততটাই বেশি ইনকাম হবে। আর যে কোনো ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর্স পাওয়ার সহজ উপায় হলো সার্চ ইঞ্জিন।
গুগল, ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিন গুলো থেকে আমরা ব্লগের জন্য প্রচুর ট্রাফিক পেতে পারি। আর এসইও (SEO) হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা ব্লগের আর্টিকেল গুলো সহজে রেংক করতে পারি।
অফ পেজ এসইও (off page SEO) কি? কিভাবে করবেন ?
One Page SEO কি? কিভেবে অন পেজ এসইও করবেন
Seo কি? এসইও কিভাবে শিখবো (SEO Bangla tutorial 2021)
আপনার আর্টিকেল গুলো এসইও করে যখন গুগল সার্চের প্রথম পাতায় চলে আসবে তখন মানুষরা আপনার আর্টিকেল গুলো বেশি পড়তে থাকবে। মূলত SEO হলো দুই প্রকার।
On page SEO
Off pqge SEO
এসইএ কিভাবে করবেন এই বিষয়ে আমি এই ব্লগে বিস্তারিতভাবে আর্টিকেল লিখেছি।আপনারা সেগুলো পড়ে SEO শিখতে পারবেন।
আর্টিকেল / কনটেন্ট রাইটিং স্কিলঃ
যেহেতু আপনি লেখালেখি কাজ করতে চান সেহেতু আপনাকে ভালো কোয়ালাটির আর্টিকেল লিখতে হবে। তাই আপনাকে কনটেন্ট রাইটিং স্কিল নিয়ে কাজ করতে হবে।
আর্টিকেল লেখার কৌশল –
(কনটেন্ট রাইটিং টিপস)
ব্লগে কিভাবে আর্টিকেল লিখতে হবে সেই বিষয়ে অবশ্যই আপনার জ্ঞান থাকতে হবে। তাছাড়া কিভাবে আর্টিকেল গুলোকে seo করতে হবে সেই বিষয়েও জ্ঞান রাখতে হবে।
ওয়ার্ডপ্রেস নাকি ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন
একটি ব্লগ তৈরি করার জন্য জনপ্রিয় দুইটি প্লাটফর্ম হলো Blogger এবং WordPress. আপনি যে প্লাটফর্মের মাধ্যমে ব্লগ বানাবেন সেই সম্পর্কে আগে ভালো করে জানুন।
যদিও ব্লগার দিয়ে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগ তৈরি করতে পারবেন কিন্ত আমি আপনাদের কিছু টাকা খরচ করে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরি করার পরামর্শ দিবো।
WordPress vs Blogger ওয়েবসাইট তৈরির জন্য কোনটা ভালো?
ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরি করলে সেটা এসইও করে সহজে সার্চ ইঞ্জিনে রেংক করাতে পারবেন। আপনারা ইন্টারনেট থেকে বিভিন্ন টিউটোরিয়াল এবং ইউটিউব ভিডিও দেখে এই দুইটা প্লাটফর্ম এর বিষয়ে জ্ঞান নিতে পারবেন।
২. ফ্রিল্যন্সার রাইটার হিসাবে কাজ করুনঃ
আপনার নিজের মধ্যে যদি আর্টিকেল বা কনটেন্ট রাইটিং এর দক্ষতা থাকে তাহালে আপনি একজন Freelancer writer হিসাবে কাজ করতে পারবেন বিভিন্ন মার্কেটপ্লেসে।
বর্তমানে ইন্টারনেটে অনেক ধরনের ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস বা ওয়েবসাইট রয়েছে। যেখানে আপনি লেখালেখি করে আয় করার কাজ খুঁজে নিতে পারবেন।
তাছাড়া ওয়েবসাইট, ব্লগ, অনলাইন পোর্টাল, মিডিয়া ইত্যাদি রয়েছে যারা এই প্লাটফর্ম গুলোতে গিয়ে কনটেন্ট রাইটার খুঁজে থাকেন।
এমন কিছু মার্কেটপ্লেস হলো , Freelancer.com, fiverr.com, upwork.com, guru.com ইত্যাদি। আপনি এখানে ফ্রিতে একাউন্ট তৈরি করে কনটেন্ট রাইটিং এর কাজ করতে পারবেন। এই কাজ আপনি ঘরে বসে একটি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন।
অন্যান্য ব্লগ বা নিউজ পোর্টাল এর জন্য লিখুনঃ
বর্তমানে ইন্টারনেটে এমন হাজার হাজার ব্লগ, অনলাইন নিউজ পোর্টাল ওয়েবসাইট রয়েছে। তারা নিজেদের ব্লগ বা ওয়েব সাইটের জন্য কনটেন্ট লিখিয়ে নেয় এবং আর্টিকেল লেখার বিপরীতে রাইটারদের টাকা দেওয়া হয়।
আপনি যদি লেখালেখি করে আয় করতে চান তাহালে এই ধরনের ওয়েব সাইট গুলোতে আর্টিকেল লিখে টাকা আয় করতে পারবেন। অনেক ব্লগ রয়েছে যেখানে ব্লগ মালিকগণের সাথে যোগাযোগ করার অপশন রয়েছে।
আপনি এই সকল ব্লগের মালিকদের সাথে যোগাযোগ করে তাদের ব্লগে আর্টিকেল লিখে টাকা আয় করতে পারেন।
আপনারা যদি লেখালেখি করে আয় করার ওয়েব সাইট পেমেন্ট বিকাশে এমন ব্লগ বা ওয়েব সাইট গুলো খুঁজে থাকেন তাহলে এই সফল ফ্রিল্যন্সার ডট নেট ওয়েবসাইটে আর্টিকেল লিখে টাকা বিকাশে নিতে পারবেন।
sofolfreelaner এই ব্লগে আর্টিকেল লেখার জন্য Contact Us পেজে গিয়ে তাদের ইমেইলে মেইল করে তাদের সাথে যোগাযোগ করুন এবং এসইও ফ্রেন্ডলী আর্টিকেল লিখে পেমেন্ট বিকাশে গ্রহন করুন।
আজকে আমরা কি শিখলামঃ
তাহালে আজকে আমরা শিখলাম লেখা- লেখি করে আয় করার সেরা উপায় গুলো কি কি। লেখালেখি করে ইনকাম করার জন্য Blogging এবং Freelancer content writing হলো সব থেকে ভালো উপায়।