কিভাবে ব্লগিং (blogging) শুরু করবেন ? (A to Z Full Guide)
আজ blogging বিশ্বের সব থেকে সফল অনলাইন ব্যবসা হিসেবে প্রমাণিত হয়েছে। এবং, ব্লগিং এর মাধ্যমে অনলাইন টাকা আয় করার জন্য, কোনো ধরনের বাঁধাধরা qualification এর প্রয়োজন হয় না।
তাছাড়া, এখানে আপনি নিজের মালিক নিজেই।
নিজেই একজন মালিক (boss) হিসেবে কাজ করতে পারবেন।
এমনিতে, ব্লগ থেকে কিভাবে আয় করবেন এবং কিভাবে ফ্রি ব্লগ তৈরী করবেন, এই বিষয় নিয়ে আমি আগেই আপনাদের বলেছি।
তবে, আজকের এই আর্টিকেলে আমি পুরোনো বিষয় গুলি নিয়ে কথা বলবোনা।
আজকে আমরা জানবো, ” কিভাবে ব্লগিং শুরু করবেন” তার সম্পূর্ণ গাইড বা টিউটোরিয়াল।
ব্লগিং নিয়ে জরুরি বিষয় হলো,আগে সেই দিন চলে গেছে যখন ব্লগিং মানে ছিল কেবল “ভালো ভালো আর্টিকেল লিখা” এবং কিছু সাধারণ এসইও টেকনিক ব্যবহার করা। এখনের প্রতিযোগিতার সময়ে, ব্লগিং মানেই হলো “পরিপূর্ণতা (perfection)“.
আপনার অনেক বিষয়ে ধ্যান দিয়ে, এক এক করে নিজের ব্লগটি সেটআপ (setup) করতে হবে।
মনে রাখবেন, আজকাল জেকেও “blogger” বা “WordPress” এ গিয়ে একটি ব্লগ তৈরি করে, তাতে আর্টিকেল পাবলিশ (publish) করাটা তেমন বড় বে
ব্যাপার না।
যদি আপনি একটি ব্লগ বানানোর কথা ভাবছেন, তাহলে আপনার সম্পূর্ণ প্রফেশনাল (professional) হয়ে কাজ করতে হবে এবং, ব্লগিং শুরু করা নিয়ে জরুরি টিউটোরিয়াল বা গাইড এই আর্টিকেলে আমি আপনাদের খুলে বলবো।
আজকের এই আর্টিকেলটি পড়ে, আপনারা একটি সঠিক আইডিয়া (Idea) পেয়ে যাবেন যে, “কিভাবে একটি ব্লগ শুরু করতে হয়“.তাই, ব্লগিং এ ক্যারিয়ার শুরু করার জন্য, প্রত্যেক beginner দের জন্য এই আর্টিকেলটি অনেক কাজের সিহেবে প্রমাণিত হবে।
একটি ব্লগ (blog) শুরু করাটা তেমন কোনো কঠিন বা জটিল কাজ নয়। যে কেউ ব্লগিং শুরু করতে পারবে।
কিন্তু, প্রথম অবস্থায় আপনার কিছু পথ প্রদর্শন (guidance) এর প্রয়োজন হবে, যার মাধ্যমে আপনারা একটি ব্লগ সাইট তৈরি করতে পারবেন।
ব্লগিং কিভাবে শুরু করবেন ? (How To Start A Blog)
ব্লগিং কিভাবে শুরু করতে হয়, বিষয়টি নিয়ে ভালো করে জানার আগেই আমাদের জেনেরাখা দরকার যে, “ব্লগিং করে কি কি লাভ হতে পারে”.
অবশই, আপনার মনে ও প্রশ্ন আসতেই পারে যে, “কেন ব্লগিং শুরু করবো” বা “ব্লগিং করে কি লাভ হতে পারে“.
দেখুন, একটি profitable blog তৈরি করতে পারলে, আপনার অনেক লাভ অবশই হতে পারে। আমি সব সময় বলবো যে, এখন ব্লগিং আরম্ভ করার একটি অনেক ভালো সময়।
কেননা, আজ ব্লগিং অনেক লাভজনক একটি online income এর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
অনেকেই ব্লগিং কে নিজের full time careerহিসেবে নিয়ে কাজ করছেন।
তবে মনে রাখবেন, যতটা জলদি সম্ভব ব্লগিং শুরু করে তার থেকে আয় করা আরম্ভ করে ফেলুন।
কারণ, ব্লগিং (blogging) থেকে অনলাইন আয় করার মাধ্যমটি, দিনের পর দিন অনেকর মধ্যে প্রচার হচ্ছে।
এবং, এর মাধ্যমে অনেক টাকা উপার্জন করার ব্যাপারটা লুকিয়ে নেই। তাই, প্রচুর পরিমানে লোকেরা এই “blogging এ career” তৈরি করা নিয়ে, কাজ শুরু করে ফেলেছেন।
যার ফলে, দিনের পর দিন এতে অনেক প্রতিযোগিতার (competition) সৃষ্টি হচ্ছে এবং ব্লগিং এ সফলতা পাওয়াটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আমি ইহাই বলতে চাই যে, আপনি যত জলদি ব্লগিং শুরু করবেন, ততটাই সফল হওয়ার সুযোগ আপনার হাতে থাকবে। একটি ব্লগ শুরু করে তাকে সফল ভাবে চালিয়ে যাওয়ার অনেক লাভ রয়েছে।
ব্লগিং এর মাধ্যমে হওয়া লাভ গুলির বিষয়ে আপনাদের বলে দিয়েছি।
Express Yourself : ব্লগিং এর মাধ্যমে আর্টিকেল পাবলিশ করে, আপনি আপনার মনের কথা, চিন্তা বা ধারণা হাজার হাজার অনলাইনে সক্রিয় থাকা লোকেদের কাছে প্রকাশ করতে পারবেন।
You Can Help Others : একটি ব্লগ সাইট তৈরি করে, তাতে টিউটোরিয়াল আর্টিকেল লিখে আপনি অনেকের সমস্যার সমাধান করতে পারবেন। এভাবে অনেক ব্লগাররা সাধারণ লোকেদের সাহায্য করছেন।
Make Money Online : ব্লগিং করার সব চেয়ে লাভজনক বিষয়টি হলো, “অনলাইন টাকা আয় করাটা“. ৯৫% লোকেরা একটি profitable blog তৈরি করে তার থেকে অনলাইন টাকা আয় করার জন্য ব্লগিং করেন।
তাহলে, হয়তো আপনারা বুঝতেই পারছেন যে, “ব্লগিং কিভাবে আপনার সাহায্য করতে পারবে” ?
Step ১. ব্লগের জন্য ভালো একটি বিষয় (niche) বেঁছে নিতে হবে ( Important Step )
Select a good blogging niche
নিজের ব্লগের জন্য একটি সঠিক এবং লাভজনক বিষয় বা নিস (niche) বেঁছে নেয়ার ক্ষেত্রে, অনেকেই ভুল করে ফেলেন। এবং, এই ভুলের কারণেই ভবিষ্যতে গিয়ে অনেক ব্লগাররা সফল হতে পারেননা।
ব্লগিং এর ক্ষেত্রে, এইটা সবচেয়ে জরুরি (important) ভাগ, যেখানে অনেক ব্লগাররা আটকে পড়েন।
চলুন বিষয়টি আরো ভালো করে জেনেনেই:
আপনারা কি জানেন, ৯০% ব্লগাররা (bloggers) কেবল ৬ মাসের মধ্যেই ব্লগিং ছেড়ে দেওয়ার আসল কারণটি কি ?
এর কারণ হলো, তারা এমন একটি বিষয় বা নিশ (niche) নিয়ে ব্লগ স্থির করে ফেলেন যেটাতে তাদের কোনোরকম রুচি (interest) নেই।
নিয়ম হিলো যেই নিশ নিয়ে ব্লগ তৈরি করা, সেই নিশ বা বিষয়ের সাথে জড়িত টপিক (topics) গুলি নিয়েই ব্লগে আর্টিকেল লিখা হয় । ব্লগের একটি ভুল নিশ বা বিষয়, শুরুতেই আপনার ব্লগিং ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে।
উদাহরণ স্বরূপে,
আমি আপনাদের একটি অনেক বিখ্যাত ব্লগের (blog) উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
Shoutmeloud – আমরা সবাই জানি, “mr. Harsh agarwal” দ্বারা তৈরি, ShoutMeLoud ব্লগটি অনেক বিখ্যাত এবং জন প্রিয়।
তাছাড়া, এই ব্লগে সম্পূর্ণ বিশ্বের থেকে ভিসিটর্স (visitors) আসছেন।
এখন, এই বিখ্যাত ব্লগটির নিশ (niche) হলো “Blogging” এবং এখানে ব্লগিং এর সাথে জড়িত বিভিন্ন বিষয় যেমন, “SEO“, “WordPress“, “Blogging tips & tutorial” নিয়ে আর্টিকেল পাবলিশ করা হয়।
এবং, যেহেতু Mr. Harsh agarwal ব্লগিং নিয়ে অনেক passionate এবং এর সাথে জড়িত বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ জ্ঞান রাখেন, তাই আজ তিনি একজন সফল ব্লগার (blogger).
তবে, তিনি যদি “blogging” না নিয়ে “Health” নিয়ে ব্লগ তৈরি করতেন, তাহলে অবশই এতোটা সফল হতে পারতেননা।
কারণ, উনার blogging নিয়ে জ্ঞান প্রচুর, কিন্তু health নিয়ে অবশই তেমন একটি তথ্য জানা নেই।
তাই, ব্লগিং এ সফলতা পাওয়ার জন্য সব থেকে জরুরি (important) বিষয়টি হলো,
“এমন একটি নিশ বা বিষয় নিয়ে ব্লগিং করবেন, যেই বিষয়ে আপনার সম্পূর্ণ জ্ঞান আছে” এবং “যেই বিষয়ে আপনার প্রচুর রুচি (interest) রয়েছে“।
ব্লগের জন্য একটি সেরা এবং লাভজনক নিশ (niche) কিভাবে খুজবেন ?
দেখুন, এমনিতে এমন প্রচুর blogging niche রয়েছে, যেগুলি অনেক লাভজনক। তবে, আমি সেই niche গুলি নিয়ে আর্টিকেল লিখার পরামর্শ আপনাদের দিবোনা।
কারণ, বিভিন্ন লাভজনক নিশ নিয়ে ব্লগিং করার ক্ষেত্রে, দুটি সমস্যা আপনার কাছে থাকতে পারে।
প্রথম, আপনি এমন একটি বিষয়ে আর্টিকেল লিখবেন, যেটার বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই।
দ্বিতীয়, আপনি এমন একটি বিষয় নিয়ে ব্লগিং করছেন, যেটার ওপরে আপনার রুচি (interest) নেই।
তাই, আপনি যদি একটি লাভজনক বিষয় বেঁছে নিয়ে ব্লগিং করার কথা ভাবেন , এবং এই দুটি সমস্যা আপনার সাথেও থাকে , তাহলে আপনার ব্লগিং ক্যারিয়ার ৬ মাসের থেকে বেশি এগিয়ে যাওয়ার সুযোগ অনেক কম।