কিভাবে ম্যাপে নিজের লোকেশন দেখে :
এই আধুনিক যুগে কেইবা কাগজের ম্যাপ হাতে নিয়ে ভ্রমণে বের হয়?
বর্তমানে প্রতিটি মানুষ না হলেও প্রযুক্তিতে সক্ষম বেশিরভাগ লোকই গুগল ম্যাপ কে পথ নির্দেশিকা হিসেবে ব্যবহার করে।
GPS ম্যাপ হিসেবে গুগল ম্যাপের একটি উপযোগী ফিচার রয়েছে, এর মাধ্যমে আমরা নিজের লোকেশন দেখতে পারি।
তাই অনেকে কৌতূহলের সাথে সার্চ করে “Google Ami Akhon Kothay Achi“
আপনিও কি এই প্রশ্নের উত্তর খুঁজছেন?
সঠিক জায়গায় এসেছেন। আমি এখন কোথায় আছি, কোন গ্রামে আছি, জায়গার নাম কি?
এসব কিভাবে গুগল ম্যাপের মাধ্যমে বের করা যায়, তা সহজ ভাষায় এই আর্টিকেলটিতে বোঝানো হয়েছে।
এক কথায় বলতে গেলে, যদি আপনি গুগল ম্যাপ খোলার পর টার্গেটের মতো দেখতে বোতামটিতে ক্লিক করেন, তাহলে নিজের বর্তমান লোকেশন দেখতে পাবেন।
একটু জটিল মনে হচ্ছে, তাই না ?
সে ক্ষেত্রে বাকি অংশ পড়ুন, সব স্পষ্ট হয়ে যাবে। পাশাপাশি অনেক কিছু নতুন জানার রয়েছে।
বিষয়সূচী
Google Map দ্বারাঃ আমি এখন কোথায় আছি লোকেশন ;
গুগল আমি এখন কোথায় আছি ? ফোনে মুখে বলে লোকেশন দেখুন ;
গুগল ম্যাপের বর্তমান লোকেশন শেয়ার ;
গুগল ছাড়া অনলাইনে নিজের লোকেশন দেখুন।
পরিশেষে
Google Map দ্বারাঃ আমি এখন কোথায় আছি লোকেশন :
আপনি এখন কোন জায়গায় আছেন, এটি জানার সবচেয়ে সহজ পদ্ধতি হলো গুগল ম্যাপস।
সাধারণত মোবাইল ও ট্যাবলেট এর ক্ষেত্রে গুগল GPS এর সাহায্য নেয়। তাই কারেন্ট লোকেশন যথাসম্ভব সঠিক হয়।
কিন্তু কম্পিউটার ল্যাপটপের ক্ষেত্রে তা সম্ভব হয় না, কারণ এতে জিপিএস থাকে না।
তাই ডিভাইসের লোকেশন জানতে গুগল IP অ্যাড্রেস এর ব্যবহার করে।
এই গাইডটি লেখাকালীন আমি একটি Android ফোন ও লেটেস্ট গুগল ম্যাপ ব্যবহার করছি।
আপনার আপডেট রয়েছে কিনা প্লেস্টোরে চেক করুন।
কিভাবে ফোনে গুগল ম্যাপের মাধ্যমে নিজের লোকেশন দেখা যায়ঃ
প্রথমে আপনার ফোনের গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে পারেন।
এরপর ‘আপনার লোকেশন’ বোতামটিতে ক্লিক করুন।
এই বোতামটি রয়েছে নিচে ডানদিকে ঠিক ডাইরেকশনের উপরে। দেখতে অনেকটা টার্গেট এর মত ।
এবার গুগল ম্যাপকে আপনার লোকেশন দেখার অনুমতি দিন। এর জন্য OK তে ক্লিক করুন।
আর যদি লোকেশন আগে থেকেই চালু করা থাকে তবে কিছু করতে হবে না।
এরপর আপনার অবস্থান স্যাটেলাইট দ্বারা ট্রাক করা হবে।
তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনি পৃথিবীর কোথায়, কোন জায়গায় আছেন দেখতে পাবেন।
একটি ব্লু ডট এর মাধ্যমে লোকেশন বোঝানো হচ্ছে।
গুগল ম্যাপে নিজের লোকেশনকে একটি নীল রঙের বিন্দু দ্বারা দেখানো হয়।
আপনি যদি জায়গা পরিবর্তন করেন, এই বিন্দুটিও গতিপথ অনুযায়ী স্থান পরিবর্তন করবে।
এছাড়া ফোন কোন দিকে মুখ করে আছে তা বোঝাতে, লোকেশন বিন্দুটিতে একটি টর্চের মতো আলো ব্যবহার করা হয়।
অনেক সময় গুগল ম্যাপে ভুল অবস্থান দেখানো হয়। এই সমস্যা দেখা যায় যখন ইন্টারনেট স্লো থাকে বা কানেক্টিভিটিতে সমস্যা হয়।
যাইহোক, এমন পরিস্থিতিতে আপনি ‘Calibrate’ অপশনটিতে ক্লিক করে লোকেশন ঠিক করতে পারেন।
যদিও GPS লাইভ লোকেশন একেবারে নিখুঁত না।গুগলের অফিসিয়াল বিবরণ অনুযায়ী, আপনার লোকেশন একটি 20 মিটার বৃত্তের মধ্যে অবস্থান দেখানো হবে।
আপনি জানেন?
ফোনের লোকেশন চালু করে রাখলে অতিরিক্ত চার্জ যায়।
তাই দরকার না হলে লোকেশন বন্ধ করে রাখাই বুদ্ধিমানের কাজ।
আমি কোন গ্রামে-রাস্তায় আছি :
গুগল ম্যাপ জেলা শহর বা গ্রামের ভিত্তিতে তৈরি হয়নি।
সু খ্যাত জায়গা অনুযায়ী স্তর গুলোকে সাজানো হয়েছে।
তাই অনেক সময় জেলার নাম দেখা যায় না, কিন্তু তার ভেতরে অবস্থিত বিখ্যাত এক শহরের নাম বড় করে দেখা যায়।
যাই হোক, বড় থেকে ছোট জায়গাগুলোকে Zoom In ও Zoom Out এর মাধ্যমে দেখা যেতে পারে।
সরাসরি নিজের স্থানে জুম করার ক্ষেত্রে টার্গেটের মতো দেখতে লোকেশন বোতামটিতে দুবার ক্লিক করুন।
যেহেতু এখনো অব্দি গুগলের কাছে কোনটি গ্রাম বা জেলা এমন কোন ডেটা সাজানো নেই।
তাই আপনি কোন গ্রামে আছেন তার নাম নিশ্চিত করা জটিল। তবে কোন জায়গায় আছেন তা বলা যেতে পারে।
কম্পিউটারে বর্তমান লোকেশন কিভাবে দেখে :
মোবাইল ফোনের মত ল্যাপটপ বা ডেক্সটপে GPS থাকেনা, তাই অবস্থা নির্ধারণ করতে অন্যান্য বিষয়ের উপর নির্ভরশীল থাকতে হয়।
এ ক্ষেত্রে লোকেশনের সঠিকতার সম্পূর্ণভাবে নির্ভর করে WIFI নেটওয়ার্ক, ফোনের নেটওয়ার্ক এবং IP অ্যাড্রেসের ওপর।
কম্পিউটারের নিজের লোকেশন বের করতে এই স্টেপগুলো ফলো করুনঃ
একটি ওয়েব ব্রাউজারে গুগল ম্যাপ খুলুন। অথবা এখানে ক্লিক করে সরাসরি গুগল ম্যাপে চলে যান।
প্রথমে লোকেশন পারমিশন দিতে হবে। এর জন্য URL Bar এর বাঁদিকে Lock আইকনটিতে ক্লিক করে, লোকেশন চালু করুন।
অন্তিমে নিচে-ডানদিকের কোনায় টার্গেটের মতো দেখতে বোতামে ক্লিক করুন। এবার আপনার এক আনুমানিক লোকেশন দেখান।
গুগল ম্যাপের দ্বারা আপনি এখন কোথায় আছেন, তা বের করার পদ্ধতি ফোন ও কম্পিউটারে একই।
তাছাড়া উইন্ডোজ ও ম্যাকবুকে আগে থেকেই Maps এপ্লিকেশন ইন্সটল করা থাকে, সেগুলোও বেশ উপযোগী।
কম্পিউটারকে অধিক বলবান মনে হলেও, GPS না থাকায় সঠিক ডিভাইস লোকেশন দেখাতে অক্ষম।
অতিরিক্ত প্রয়োজনে আপনি একটি জিপিএস Adapter ব্যবহার করতে পারেন।
গুগল আমি এখন কোথায় আছি? ফোনে মুখে বলে লোকেশন দেখুন।
আপনি কি ফোনের দ্বারা নিজের লোকেশন দেখতে চান? তাহলে একটি সহজ উপায় বলতে পারি!
“Google আমি এখন কোথায় আছি”– মুখে বললেই আপনার লোকেশন বলে দিবে।
এরজন্য ফোনে অবশ্যই Google Assistant সেটআপ থাকতে হবে।
প্রথমে Google Assistant কে চালু করতে “ওকে গুগল” বলুন। অথবা মাঝখানের হোম বোতামে প্রেস করে রাখতে হবে।
এবার বলুন “আমি এখন কোথায় আছি”? নিমেষে গুগল আপনার লোকেশন বলে দেবে।
এই লোকেশন সমন্ধে বিস্তারিত জানতে ওপরের ম্যাপে ক্লিক করতে হবে।
একেবারে সুনির্দিষ্ট লোকেশন জানতে, ম্যাপের ভেতরে My Location(টার্গেটের মতো) ক্লিক করুন।
গুগল ম্যাপের বর্তমান লোকেশন শেয়ার :
আপনি এখন কোন লোকেশনে আছেন, সেই জায়গা অন্যদের সাথে শেয়ার করা যেতে পারে।
এতে অন্য কেউ আপনাকে খুব সহজে খুঁজে পাবে ও আপনার বর্তমান ভৌগোলিক অবস্থান দেখতে পারবে।
নিজের লোকেশন বের করার পর, Share Location এ ক্লিক করুন।
এবার মেসেজের মাধ্যমে তা প্রিয়জনদের কাছে শেয়ার করতে পারেন।
সাধারণত এর থেকে একটি লিংক তৈরি হয়। এই লিংক কপি করে অন্য কোথাও সেভ করে রাখতে পারেন।
তবে মনে রাখতে হবে, এটি লাইফ লোকেশন না। অর্থাৎ যদি আপনি স্থান পরিবর্তন করেন, তাহলে শেয়ার করা লোকেশনের কোনো পরিবর্তন হবে না।।
লাইভ লোকেশন এর ক্ষেত্রে হোয়াটস অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
গুগল ছাড়া অনলাইনে নিজের লোকেশন দেখুন :
Google কে বাদ দিলেও অনলাইনে বহু ওয়েবসাইট ও ম্যাপ রয়েছে।
এদের মাধ্যমেও আপনি নিজের লোকেশন দেখতে পারেন।
নিচে এরূপ কিছু ওয়েবসাইটের উল্লেখ করা হলোঃ
GPS Coordinates
What My Location
My Current Location
এই ওয়েবসাইট গুলোকে ফোন বা কম্পিউটার, যে কোন ডিভাইসে ব্যবহার করা যাবে।
তবে সঠিক লোকেশন পাওয়ার জন্য অবশ্যই লোকেশন পারমিশন দিতে হবে।
পরিশেষে :
আশা করি এ পর্যন্ত পড়ার পর আপনি গুগলের মাধ্যমে যে কোনো গ্রাম-শহর, রাস্তা ও জায়গায় দাঁড়িয়ে থাকে কেন; সে জায়গার নাম ঠিকানা খুব সহজে বের করতে পারবেন।
যদিও অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে গুগল ম্যাপ ভুল লোকেশন দেখায়।
সেক্ষেত্রে Calibrate নামে বোতামটিতে ক্লিক করে সঠিক লোকেশন বের করা যেতে পারে।
এছাড়া গুগল ম্যাপ কে বাদ দিলেও অনেক অ্যাপ ও অনলাইনে ওয়েবসাইট রয়েছে যেখান থেকে নিজের বর্তমান লোকেশন দেখা যেতে পারে।
তবে একটা কথা মাথায় রাখবেন, Google Map ইন্টারনেট কানেকশন ছাড়া কাজ করে না।
সুতরাং কোনো অচেনা জায়গায় যাওয়ার আগে ফোন রিচার্জ করা ও সুস্থ ডাটা স্পিড নিশ্চিত করা জরুরি।