কিসের ক্যাচাল
কেউ মরতে চাইলে মর এতে কি আছে
অসংখ্য ক্রস ফায়ার বন্দুকযুদ্ধ লিফট
এবং বাড়ি ঘর এসব নিয়েই তর্ক মিছে।
সংঘর্ষতে জ্বলুক পুড়ুক টিউব ও টায়ার
সবশুদ্ধ বলিষ্ঠ আরো বলবান যত যেন
ঠিক সময় হলেই চলে যেতে হয় সবার।
একটা জীবনে প্রশ্ন বিদ্ধ কতো কিসের
ধরনীর বুকে সব কিছুর খবর আরোও
কেবল মানুষ জানে এন্টিনা ও ডিসের।
আমাদের জন্যেও অবাক নিয়ম কানুন
ফাটুক মাথা কাটুক উরু যেভাবে টানে
সেভাবে দাও মিলে রবে চাল-চুলো-নুন।
কথা বার্তাও যতো শুধু টকশো প্যাচাল
হাতে দড়ি মুখে তালা ঠ্যাঙ চলে না তো
আঙুল নাড়িস স্তব্ধ রও কিসের ক্যাচাল।
শুনছি ওসব বাঁচি-মরি মিডিয়ারা পারে
একই কথা ঢের ওরে কি বলতে পারিস
সাংবাদিক কতো কি যেনো লিখে সারে ।