কোটা পদ্ধতি

কোথায় ছিলাম কোথায় এলাম
কোথায় যাবো ভাই ,
দেশে কখনো কি কোন শান্তি হবে
শুধু ভাবছি বসে তাই !

একের পরে অন্য এক অবস্থায়
সব মানুষ দিশেহারা ,
অসহনীয় গন্ডগোলে কতো জন
হয়ে গেল আপন হারা !

কি করে কারে বলে ভেবে না পায়
সর্বদা চিন্তায় আছে ,
উচ্ছৃঙ্খল পরিস্থিতির জন্য সকল
সুখ শান্তি নিয়ে গেছে !

বর্তমানে দেশের অবস্থার করুণ
পরিনতি সৃষ্টি হয়েছে ,
হৈ হুল্লোড় কতো যে গন্ডগোলে
সকল আরাম নিয়েছে!

কোটা পদ্ধতি সংস্কারের জন্য
সোচ্ছার হয়েছে লোক ,
কতো মা বাবার সন্তান হারায়ে
বেড়েছে শতোই দু:খ !

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *