কোন ধরনের ভিডিও বানালে বর্তমানে ইউটিউবে সাফল্য অর্জন করতে পারবো
আপনি মোটেও এন্টারটেইনমেন্ট ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে যাবেন না কারণ বেশিরভাগ মানুষ ইউটিউবে আজে বাজে এন্টারটেইনমেন্ট দেখে ।
পারলে আপনি সেই সব এন্টারটেইনমেন্টকে রোস্ট করতে পারেন তাহলে আপনি খুব সহজে ভাইরাল হবেন।
আর যদি টেক নিয়ে কাজ করেন তাহলে ইউনিক কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে।
আমার দেখা মতে আজ কাল মানুষ ইউটিউব কে শিক্ষার একটা মাধ্যেম থেকে বিনোদনের মাধ্যেম হিসবে বেশি বেছে নিয়েছে।
হাসি মজার মানহীন ভিডিও গুলা বেশি মানুষ দেখছে।
তবে আপনি যদি ভাল মানের ইউটিউবার হতে চান তা হলে নিজের মত করে নিজের মেধাকে কাজে লাগিয়ে ভিডিও বানাতে পারেন।
নিজের মধ্যে যে প্রতিভা আছে সেটা কে আপনি মনের মত করে প্রকাশ করতে পারেন কিন্তু সেটার মাঝে যেন ইউনিক একটা ব্যাপার থাকে।
শুরু থেকে হয়ত মানুষ তেমন একটা সাড়া দিবে না কিন্তু নিজের কাছে ভাল লাগবে যদি নিজের ইউনিক কাজ গুলা থাকে যা সবার থেকে আলাদা।
আপনি যে কোনো ধরণের ভিডিও বানিয়ে সাফল্য পেতে পারেন। তবে ট্রেন্ডিং ইস্যু নিয়ে ভিডও বানালে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি।
আর অবশ্যই যে কথাটি মাথায় রাখতে হবে আপনি যেটা পারেন তার ভিডিও বানান এবং প্রফেশনাল ভাবে বানান।
ইউটিউব ,ফেসবুকে হুদাই অনেক সেলিব্রেটি হয়ে উঠে,আবার হুদাই অনেককে খুজে পাওয়া যায় না।হাও,কাও ,ধরো মারো টাইপের রোস্টিং টোস্টিং ভিডিও হুদাই ভাইরাল হয়ে যাবে।
আবার আপনি এটা করতে যান দেখা গেল ভাইরাল তো হচ্ছে না ডিজলাইক ,রিপোর্টে আপনার চ্যনেল গায়েব হয়ে যাচ্ছে,তবে হ্য কিছু সময় বেশি ডিজলাইকে অনেক ভিডিও হুদাই ভাইরাল হয়।
যেমন হিরো আলম তাকে নিয়ে যত সমালোচনা হয়েছে,সে তত হুদাই পপুলার হয়েছে।
এজন্য ইউটিউবে কাজ করার জন্য এই মাইন্ডসেট রাখতে হবে।অনলাইন থেকে অনেকভাবে আয় করা যায়।
ইউটিউব হচ্ছে তার একটা মাধ্যম । ইউটিউব থেকে অনেকভাবে আয় করা যায় ।
ইউটিউব এমন একটি প্লাটফর্ম এখানে কেউ ঠকে না যদি কেউ মানুষ কে না ঠকায়।
এই কথা বলছি কারণ আপনি যেই ধরনের ভিডিও বানান না কেনো সেখানে কিছু না কিছু থাকতে হবে যেটা ভিউয়ার্সদের কিছু একটা প্রয়োজন মেটাতে পারবে।
সেটা হতে পারে ইন্টারটেইনিং, টিপস্ এন্ড ট্রিকস, আলোচনা, সমালোচনা, আরো অনেক ধরনের হতে পারে।
কনটেন্ট হলো ইউটিউবের প্রাণ। আপনার ভালো কনটেন্ট থাকলে আপনি ইউটিউবে সফলতা পাবেন।
আসলে কি ধরণের ভিডিও বানালে সাফল্য পাওয়া যেতে পারে এটা কাউকে জিজ্ঞাসা করা স্রেফ অকাজের।
কারণ যাকে আপনি এ প্রশ্ন করবেন সে যদি এ বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকতো তবে তিনি নিজেই ইউটিউবে একাউন্ট খুলে সাফল্য অর্জন করে ফেলতেন।
শুধু ইউটিউব নয় জীবনের সকল ক্ষেত্রে উন্নতি কিছু সাধারণ নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে: সঠিক পরিকল্পনা, নতুন বাস্তবিক সুদূর প্রসারী চিন্তাধারা ও ধৈর্য ।
সাফল্য অর্জন নিজে নিজে করতে হয়, কেউ আপনাকে চাইলেও সাহায্য করতে পারবে না স্রেফ কো-অপারেট ও মোটিভেশন দেওয়া ছাড়া।
আপনি ইউটিউব দেখুন দেখে বুঝুন কোন ধরণের ভিডিও মানুষের জন্য উপকারী এবং মানুষ পছন্দ করে।
আপনার ভিডিওর অডিও অবশ্যই ভালো মানের হতে হবে এজন্য আপনি চাইলে ভালো মাইক্রোফোন অথবা মোবাইল দিয়ে অডিও রেকর্ড করতে পারেন।
অডিও রেকর্ড এরপর অডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভালো করে এডিট করে নিতে হবে।
ইউটিউবে ফানি ভিডিও নিয়ে কাজ করলে কি সফল হওয়া সম্ভব?
জি, ফানি ভিডিও ভালো টপিক । তবে আপনি মজা পান তেমন ভিডিও বানাবেন না । বরং অন্যরা মজা পায় তেমন ভিডিও বানাবেন ।
আমি যেগুলি দেখে মজা পাই সেগুলি দেখে অন্যরা মজাতো পায়ই না, বিরক্ত হয় । স্কিপ করে । তারা এর ভেতর মজা খুঁজে পায় না ।
মনে রাখবেন ইউটিউবে আজকাল ফানি ভিডিও বেকার ছেলে মেয়েরা এবং গ্রামের বোকারা ভিডিও দেখে এবং মজা খুঁজে পায় ।
শহুরে ছেলে মেয়েরা ফানি ভিডিও দেখে না । তবে একদম র লেভেলের ফানি যদি বানাতে পারেন তাহলে আপনার টার্গেট দর্শক দেখবে ।
ফানি ভিডিওতে কোন মেসেজ দিতে চেষ্টা করবেন
না । তাহলেই সফল হবেন ।
বিনা মাইকে ইউটিউবের ভিডিও বানিয়ে কি সাফল্য পাওয়া যায়?
বিনা মাইকে এই ইউটিউব করে সাফল্য পাওয়া
যাবে । কারন আপনি দেখবেন যত গুলো বড়ো ইউটিউবার আছে বেশির ভাগ নিজের মোবাইল
দিয়ে ভিডিও বানিয়ে সাফল্য পেয়েছে ।
যেমন –
বাংলায় দুই জন ব্লগার আছে 1 lezy bong 433k , Tushar dash 517k আর একটা মোবাইল ফোন দিয়ে ইউটিউব সাফল্য পেয়েছে।
ইউটিউব মিক টা বড় কথা নয় । আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনি সাফল্য পাবেনই ।
বর্তমানে কোন ধরনের ইউটিউব চ্যানেল খোলা ভালো এবং কোন ধরনের ভিডিও দেখতে মানুষ বেশি আগ্রহী?
সব ধরনের ভিডিও মানুষ দেখে । আপনাকে ইউটিউব চ্যানেল খোলার আগে ভাবতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শী ।
পর পর ভিডিও ছাড়ছেন, অথছ ভিউ হচ্ছে না । এই সমস্যায় আপনি পড়বেন ই । আর সেই সময় আপনার পেসেন্স আপনাকে ভিডিও বানাবার উৎসাহ দেবে ।
সুতরাং, যে বিষয়ে আপনি পারদর্শী, সেই বিষয়টি নির্বাচন করা সবচে ভালো । যদি আপনি বহুমুখী প্রতিভাধর হন, তবেও সেই একই কথা প্রযোজ্য ।
যেই বিষয়ে সবচেয়ে পারদর্শী সেই বিষয়টাই বেছে নিন । দিনের পর দিন যাবে, ভিউ পাবেন না, ভেঙে পড়বেন আপনি – না , সেটা করলে হবে না ।
আপনাকে মনে মনে বলতে হবে – ওঠো জাগো, ঘুমিও না । এই যুদ্ধে তুমিই সফল হবে ।
ইউটিউবে ভিডিও জনপ্রিয় করতে চাইলে কী করতে হবে?
ইউটিউবে ভিডিও জনপ্রিয় করতে আপনাকে কয়েকটি বিষয় এর দিকে নজর দিতে হবে ।
বিষয় গুলি হলো :
1 . ভিডিও টাইটেল : ভিডিও টাইটেল হলো ইউটিউবের ভিডিও জনপ্রিয় করানোর প্রথম স্তম্ভ ।
আপনি টাইটেল দেওয়ার সময় এটা লক্ষ রাখবেন যে , ভিডিও টাইটেল দেখেই আপনার ভিডিওর সমস্ত বিষয় ভিউয়ার ভালো করে বুঝে যায় ।
- ডেস্ক্রিপশন : ভিডিওর ডেস্ক্রিপশন যতটা টা না সাধারণ ভিউয়ার এর কাছে জরুরি তার চেয়েও বেশি জরুরি ইউটিউবের কাছে ।
ইউটিউবে ডেইলি অনেক অনেক ভিডিও আপলোড হয় , সব গুলি ভিডিও ইউটিউব দেখার সময় পায় না , বা তারা দেখার চেষ্টাও করে না ।
কিন্তু আপনার ভিডিও এর ডেস্ক্রিপশন পার্ট এর প্রথম 150 ওয়ার্ড ইউটিউবের bot গুলো দ্বারা চেক করা হয়।