খাদ্য সংরক্ষণ আছে
বেঁচে থাকার জন্যই খাদ্য খেতে হয়
মহান খোদাতায়ালা সব মানুষ সৃষ্টি
করার আগে তাদের জন্যে খাদ্যের
যোগান ঠিক করে রেখেছেন জলে
স্থলে কত অবস্থায় যা সংরক্ষণ রয়!
সর্বস্থানে কত খাদ্যের ব্যবস্থা আছে
সৃষ্টির জন্য যত এক শ্রেণির অসাধু
ব্যবসায়ীরা প্রাকৃতিক এসব খাদ্যে
ভেজাল মিশিয়ে মানুষের অনিষ্ট ই
করছে যারও দৃষ্টান্ত পাওয়া গেছে!
স্বজনদের ও নিজেদের ক্ষতি হচ্ছে
তাদের ভেজাল খাদ্য খেয়েই তবুও
সামান্য কিছু বাড়তি লাভের জন্যে
এ নিকৃষ্ট কাজ করে সর্বদা অসংখ্য
অজান্তে কত প্রতারিত হয়ে যাচ্ছে!
এসবও করছেন নাকের ডগা দিয়ে
সত্যি বিচিত্র যা এই দেশ আমাদের
কেউ তো করছে না টুঁ শব্দটি পর্যন্ত
বিষয়গুলোর তদারকিতেও এদেশে
কর্তৃপক্ষ কাজ করো দায়িত্বই নিয়ে!