খাম খেয়ালী
অবিরাম চলছে মানুষ
কতো আছেই লক্ষ্যসহ
আরো অনেকে রয়েছে
যারাই দিক বিদিক ছুটা
ছুটি করে দেখে কখনো
মনে হয় তাদের মাথায়
যেনো নেই কোনো হুশ!
সবাই তারা নিজের মত
রাত পোহালেই উদ্দেশ্য
নিয়ে ব্যস্ততায় যাদেরই
সময় কাটে তারা ই যত
সফলতা অর্জন করতে
পারে যারা খাম খেয়ালী
চলে ওরা পিছে রয় শত!
চলতে যাদের ঠিক গতি
তারাতো উন্নতির শিখরে
পৌঁছে যায় অনায়াসে যা
কেবল সময় নিষ্ঠ তপস্যা
সাধনা কঠোর পরিশ্রমও
ধৈর্য্য সহিষ্ণুতায় সময়ের
মূল্য দিতে থাকেই সুমতি!
আমরা মানব জাতি যতো
আল্লাহ তায়ালা আর তাঁর
রাসুলুল্লাহ ( স. ) এর পথে
চলে ইবাদত বন্দেগী করে
সত্য নিষ্ঠ ও ন্যায় নীতিতে
চললেই দুনিয়া আখেরাতে
আরাম আয়েশ পাব ততো!