খুশিতে নাচে
তরুলতা বৃক্ষ আরো গাছে
পশু ও পাখি খুশিতে নাচে।
বর্ষায় নদী নালা যায় ভরে
পানিতে কত যে মাছ ধরে।
ঋতু বৈচিত্রের কতো লীলা
বন্ধু বান্ধব যত করে খেলা।
গভীর অন্তরঙ যতো যারা
আনন্দ খুশিতেও মন ভরা।
খুশির মোহে মোহিত কতো
উক্তি করে আরো যে শতো।
কেউ বলে আমি বন্ধু তোর
দেখা না হলে কষ্ট যে মোর।
আমি হলাম নীল আকাশ
তুমি হলে মৃদুমন্দ বাতাস।
যতো কষ্টের আরোও মেঘ
জোস্নাতে আমার আবেগ।
মুসলধারের বৃষ্টি তো কান্না
গরীবের ঘরে কি হবে রান্না?
উজ্জ্বল রোদের যেন হাসি
যাত্রা হয় কতো ঘেসাঘেসি।