খোলা আকাশের নীচে

আকাশের নিচে ঢাকায় থাকে জীবিকার খোঁজে
বাংলাদেশের রাজধানীসহ দেশের বিভিন্ন বড় বড়
শহরে ভাসমান কতো মানুষ ফুটপাথে বাস ও লঞ্চ
টার্মিনালে অথবা রেল স্টেশনে দেখা যায় ঘুমাতে
সহায় সম্বল সহ কাথা মুড়িয়ে রয়েছে চোখ বুঝে।

এইসব স্থানে রয় অসংখ্য অগনিত ঘরহীন মানুষ
অনেকের ই থাকার ব্যবস্থা না থাকায় তারা রাত
কাটাতে বেছে নেয় এসব ঠিকানা আবার কাহারো
ঘর থাকলেও জীবিকার প্রয়োজন অথবা অন্য
কারণে বাধ্য হয়ে কাটায় যা ওদের ভাগ্যের দোষ।

পথবাসী মানুষদের নিয়েও কাজ করছেন যারা
তারা বলছেন এদের ই জীবনমান উন্নত করতে
দরকার কিছু সমন্বিত পরিকল্পনা এবং উদ্যোগ
রেল স্টেশনে গভীর রাত হলে পরেই দেখা যায়
ঘুমিয়ে রয়েছে উপরে ছাদহীন শত মানুষ যারা।

এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে রয় কত
অনেক মানুষ আনাগুনা স্টেশনের ভেতরে রাত
যতই গভীর হয় তাদের সংখ্যা আরো ও বাড়তে
থাকে বিশেষ করে আট নম্বর প্ল্যাটফর্মেই দেখা
যায় নারী পুরুষ শুয়ে থাকে প্রায় দুই আড়ইশত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *