গরীব দুঃখী

ভোরে দেখি এক ছেলে আদুল গায়ে,
জুতা সেন্ডেল নেই তার কোন পায়ে।
চোখে ও মুখে তার বিষন্নতার ছাপ ,
মনে হলো হয়তো করেছে সে পাপ।
বললাম কি হলো ?ছেলেটি তোমার!
দেখালো সে ছিড়া , টুকরো জামার।
পরে বললো যে তার, করুন ঘটনা!
শুনে মনে হলো নয়তো ইহা রটনা।
শুয়ে ছিলাম রাতে ঐ রাস্তার ধারে,
সহসা দৌড় – ঝাপ এপারে ওপারে।
জেগে দেখি মানুষের ই কোলাহল,
বুঝে ওঠার আগে, চড়াও একদল।
চোর চোর বলেই , করে অত্যাচার;
পেলামনা সেখানে,কার ও সুবিচার।
উল্লাস করে মোর জামা কাপড় ছিড়ে!
এতই ভোরে যে পাখিরা ছিলো নীড়ে।
হায়রে নিয়তি ! গরীব দুঃখী মোরা ;
ন্যায় বিচার করোনি! কখনো তোরা।
চিটিং বাটপার ও চুরেরা, চুরি করে ;
নিরীহ নির্দোষ সব অত্যাচারে মরে !

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *