গরীব ধনী
বেশী সম্পদ জমা এক শ্রেণীর হাতে
ধনী গরিবের মধ্যকার বৈষম্য বাড়ে
বড় ধরনের ব্যবসা বিনিয়োগের যত
সুযোগ নেয় কাছের লোকেরা যাতে।
বিনিয়োগ পরিসরই ছোট হয়ে আছে
ব্যবসায়ী সাধারণ যারা ও পুঁজিপতি
বড় ব্যবসায়ীরা কতো পুঁজির মালিক
হচ্ছে অতি ধনীর সংখ্যা বেড়ে গেছে।
তাদের সঞ্চিত মাল ও বেড়েছে আয়
যারা গরিব তারা আরও গরিব হচ্ছে
তাদের আয় রোজগার কমেছে আর
উর্ধ যাত্রীর যাত্রাটি উপর দিকে যায়।
সম্পদশালীদের কেউ রয় পাঁচতলায়
এক শ্রেণীর হাতে বড় অংশের সম্পদ
কেন্দ্রীভূত হচ্ছে ব্যাপারটি দাঁড়িয়েছে
কেউ পাঁচতলায় ও কেউ গাছতলায়।