গর্ভধারিণী মা
মানুষ কতো অসহায় হয়
এ পৃথিবীতে ভূমিষ্টের পর
নিজের প্রয়োজনীয় কিছু
করতে পারে না অবশেষে
অন্যের প্রতি ভরসায় রয়।
মা জননী একনিষ্ঠ থাকে
সন্তানের খানা আর পানি
যোগান দিতে সার্বক্ষণিক
এগিয়ে যায় চাহিদা পূরণে
সর্বদা মা তার লক্ষ্য রাখে।
সন্তানের তরে ত্যাগ করে
সুখ শান্তি তার গর্ভধারিণী
মা কখনো দু:খ ব্যথা হলে
সব কিছু ভুলে যায় শিশুর
আরামবোধ দেখলে পরে।
এমন নি:স্বার্থ মায়ের তরে
পৃথিবীর বুকে যতো আছো
খেদমত করে যাবে সকলে
ইহ পরকালে শান্তির জন্যে
দোওয়া করে যাও মন ভরে!