গুণ কীর্তন
গুরু মানে গুরু কোন
সহজে বুঝা কত ভার
মাথাতে প্রসিদ্ধ সেজে
আছে প্রচুর বুদ্ধি যার।
বিনয়ের অবতার শুনে
অনেক থাকে মরি মরি
খাবি খাই পশ্চাতে কত
সুর ধরে বলে হরি হরি।
সমারোহের গুণ কীর্তন
আরো মুখে সহস্র বুলি
তাই দেখে আমি আজ
কতোই হাসি প্রাণ খুলি।
যতো আছে গণনা নেই
আরো অগনিত স্বজন
চতুর্দিকে ছড়িয়ে আছে
শুমার নেই আপন জন।