গুরুজনকে মানো
তোমাকে বলেছিলাম যেয়না এখন
খুব তাড়াতাড়ি করে প্রস্তুতি নিয়ে ই
বাইক দ্বারা যাত্রা তুমি করলে তখন!
কতো আশ্চর্য তোমার সিদ্ধান্ত নেয়া
আকাশে তো মেঘলা গুড় গুড় শব্দ
একটু পরে আরম্ভ হলো বৃষ্টি দেয়া!
পোষাক পরিচ্ছদ একে বারে ভিজে
আরো জড়ো সড়ো হয়ে গেছো কত
ঠান্ডায় এখন তুমি ভোগছো নিজে!
আষাঢ় ও শ্রাবণ মাসের বৃষ্টির পানি
শারিরীক অসুস্থতা যত অশান্তি সৃষ্টি
করে ও আনে তখন চলতে হয় মানি।
সতর্ক না থাকলে পরে ভোগতে হয়
বিরত হও রোগের দায় যেথায় রয়
বড়দের উপদেশ নামানা উচিত নয়!
হতে পারো অনেক জ্ঞানী আর গুণী
সর্বদা নিজ সিদ্ধান্ত সঠিক নাও হতে
পারে মানতে হয় তাই গুরুদের বানী!