গ্রাফিক্স ডিজাইন করে মাসে সর্বনিম্ন কত টাকা আয় করা সম্ভব

গ্রাফিক্স ডিজাইন করে মাসে সর্ব নিম্ন কত আয় করা যায় তা বলা সম্ভব নয়।

কারণ অনেক গ্রাফিক্স ডিজাইনার আছেন যারা একাধিক মার্কেট প্লেসে সফলভাবে কাজ করে মাসে ২০,০০০/- থেকে ৩০,০০০/- টাকা পর্যন্ত ইনকাম করেন।

আবার অনেকে শত চেষ্টা করেও এক টাকাও ইনকাম করতে পারেন না। এর কারণ অনেক হতে পারে।

আপনি মাসে কত ইনকাম করতে পারবেন সেটা আপনার দক্ষতা, চর্চা, ধৈর্য্যর উপর নির্ভর নির্ভর করে।

অবশ্যই প্রশিক্ষন দিতে হবে অথবা টিউটোরিয়াল দেখে ভাল ভাবে আগে শিখতে হবে।

তাহলে মাসিক সর্বনিম্ন ৫-৭-১০ হাজার টাকা ইনকাম করা যাবে। তবে এটা নির্দিস্ট নয়, কোন মাসে এর থেকেও বেশি ইনকাম হবে, আবার কোন মাসে একদম হবে না।

এতে হতাশ হওয়া যাবে না।  আর সর্বোচ্চ সেটা বলার বাইরে, ৫০ হাজার, ১ লক্ষ,  দেড় লক্ষ টাকাও ইনকাম হতে পারে।

গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়ার সব থেকে ভালো পথ কোনটা?

বেশী (long term) পড়তে চাইলে ধানমন্ডিতে পাঠশালা নামে প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।

গ্রাফিক্স ডিজাইন, ডেটাবেজ মেনেজমেন্ট সিস্টেম শিখে কি অনলাইনে ইনকাম করা যায়, আর কতটুকু সহজ ?

বর্তমান বিশ্ব একটা বৈশ্বিক গ্রাম বা(global village)।যোগাযোগ এর ক্ষেত্রে এটা শতভাগ সত্যি, আর এই যোগাযোগ সহজ লভ্যতার কারনে ইন্টারনেট এর মাধ্যমে ঘরে বসে অন্য দেশের কাজ করতে পারা যায়।

গ্রাফিক্স ডিজাইন কোর্স ঢাকা,সাভারের কোথায় করায় ?

আপনি সাভারের “যুব উন্নয়ন প্রশিক্ষন” , এইখানে যোগাযোগ করতে পারেন। এইখানে  সরকারি ভাবে প্রশিক্ষন প্রদান করা হয়।

আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছি । কিন্তু আমি ভাল ড্রইং পারিনা । গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ড্রইং কতোটা জরুরি ?

গ্রাফিক্স ডিজাইন শিখতে ড্রইং একেবারে না জানলেও অসুবিধা নেই। Graphics Design একটা আর্ট।

এটি সৃজনশীলতার বিষয়। Photoshop হলো গ্রাফিক্স ডিজাইনিং এর মাদার সফটওয়্যার।

অফিস ম্যানেজমেন্ট,গ্রাফিক্স ডিজাইন,আউটসোর্সিং এগুলোর কাজ শিখার পরে কীভাবে অনলাইনে টাকা আয় করা শুরু করবো ?

আপনি যদি এই কাজ গুলো ভালো করে শিখতে পারেন তাহলে অনেক ভালো । অনলাইনে এ সব কাজের অনেক চাহিদা ।

অনলাইনে অনেক মার্কেটপ্লেস আছে যেখানে এসব কাজ পাওয়া যায় ।

গ্রাফিক্স ডিজাইন শেখার কোন pdf বই এর লিঙ্ক দেয়া যাবে?

না কোনো বই (অথবা পিডিএফ) থেকে Graphic Design শেখা সম্ভব নয় । বরং আপনি অনলাইনে ৪-৫ হাজার টাকার কিছু কোর্স আছে সেগুলো কিনতে পারলে উন্নত মানের গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *