চলে এসো বন্ধু
চোখ রয়েছে নমিত দুটো
ক্লান্ত ও পরিশ্রান্ত কণ্ঠস্বর
ভাংগা ভাংগা কথা বলছে
জমেছে ধুলো পাপড়িতে
চেহারা রোদে পোড়া পটু।
এসে গেছে মাথায় তার ধরে
অনেক আগের হারানো বন্ধু
প্রলুব্ধ হয়ে উঠল হৃদয় তার
এক ছুটে গিয়ে আদর করল
চলতনা আগে তাকেই ছেড়ে।
গভীর হতে কেউ উঠল বলে
ছলনা যত সব কিছু অলিক
কখনো করা যায় না বিশ্বাস
একা চলতো সে আগে থেকে
তবে সুযোগ হলে আসত চলে।
অন্তরের গভীরে লুকিয়ে রয়
চাল চলনে কেউ বুঝা কঠিন
ভাগ্যের পরিহাসের ফলে যে
আছে গো সুখের ঠিকানাতে
খোদার দয়ায় তার শান্তি হয়।