চাঁদের হাসি

চাঁদ বাড়ির পেছনে সকালেই অস্ত যাচ্ছে
যেন হাসছে চাঁদ এই চাঁদ অনুপ্রেরণা কত
কবির কখনো হাসির কানায় কানায় ভরা
জল নয়নের কখনো আলো উছলে পড়ে
আবার কখনো বা পূর্নিমা রাত ঝলসানো
রুটির মতন সবার মনও আনন্দে নাচছে।

সুন্দর পেখম ধরেই অনেকটা ময়ূরের মতো
আসছে ভালো দিন তাই ভালো সব দিনতো
কিন্তু উইক এন্ড দিন একটু বেশি ভালো যা
পারো খাও দাও আর ঘুমাও কিছু পেইন্টিং
এর ই-বুক পড়ো তারপর চিংড়ির মাছেরও
ফ্রাইডরাইস চিলি চিকেন বেশী খাও যতো।

ফ্রেশ লাইম ক্যানভাস জেসো কতো সোডা
লাগানো আছে সাধ হচ্ছে ছবি আঁকি কত
কিন্তু সাধনা করা হচ্ছে না যত ই আপনার
মন কাড়ে চাঁদ যেন তার সঙ্গে কত দিনের
খেলা মেঘের মধ্যে খেলে বেড়াচ্ছে চাঁদ ই
অস্ত যাচ্ছে নতুন দিনের আভাসেরই ঘটা।

নতুন দিনে একটা কবিতা লিখতে পারেন
মনের খুশিতে ছবি তুলতে পারেন আপনি
আবার চিঠি লিখতে পারেন কোনো প্রিয়
বন্ধুকে আরো চলছে ই টিভিতে সিরিয়াল
বাংলা সিরিয়াল বাড়ির মহিলারাও সেজে
গুজেই একে অন্যের পেছনে সারি ধরেন।

ডিনার শেষ করেই ডিজাইনার শাড়ি পরে
কতো মহিলাদের একই বাঁধা ধরা ভূমিকা
সেই সিরিয়াল গুলো এখনো ওই জিনিস
দেখিয়ে যাচ্ছে মহিলা চরিত্রগুলি কবিতা
লিখতে পারেন আবার চাঁদের আলো যা
খুশি দেখতে পারেন সকলেই লাইন ধরে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *