চাঁদ তারা
আকাশে বিরাজমান চাঁদ তারা ,
নিয়ম মাফিক তাদের চলাফেরা।
বাতাসের গতিবেগ হয় যদি শান্ত,
নদী সাগরের পানি থাকে প্রশান্ত।
ঝড় তোফানের গতি হলে প্রচন্ড,
গাছ পালা ঘর বাড়ি করে লন্ডবন্ড।
সাগর মহা সাগর নদ নদীর ঢেউ ,
দারে পাশে তখন যেন যায়না কেউ।
প্রতিনিয়ত হয় বিপদ সংকেত বাণী ,
উপকূল বাসী সহ সবে মোরা জানি।
অঝর ধারায় মুশল ধারে হলে বৃষ্টি ,
হাওর বাওর নদী ভরে বানের সৃষ্টি ।
বানবাসীদের দূর্গতি কত বেড়ে ,
দ্রুত বেগে চলে ঘর বাড়ি ছেড়ে।
চতুর্দিকে হৈ হুল্লোড় পড়ে হুলস্থুল,
কে আগে পাবে, নিরাপদ আশ্রয় স্থল।