চীর মহান !
সমাজে অনেক আছে যারা দল বেঁধে চলে
তারা ঘনিষ্ঠতায় একে অন্যের সাথে মিলে।
সব চেয়ে বেশি কোনো পার্টিতে মজা করে
নিজের ওপর স্পট লাইটের আলোই ধরে।
খুব পছন্দ করে পার্টিতে উপস্থিতিতে এরা
কত মানুষের সাথে যোগাযোগ করে তারা।
সম্পর্ক স্থাপনে মানুষের সাথে সুযোগ পায়
যোগাযোগ রক্ষায় যত অগ্রগামী হতে চায়।
কথা বলার ক্ষেত্রেও তারা করে আগে শুরু
চিন্তা করে না হয়তো উপস্থিত সেথায় গুরু!
কখন যদি বা সাধারণত কোন ভাল বন্ধু হয়
তখন কিন্তু তুলনামূলক কম সেন্সিটিভ রয়!
খুব ভালো বন্ধু পাওয়া আল্লাহ পাকের দান
সৃষ্টিকর্তা চীর মহান আর অসীম মেহেরবান !
ইবাদত বন্দেগীতে লাভ হয় মোদের কল্যাণ
আল্লাহর সন্তোষ্টিতে ইহ পরকালে পরিত্রাণ!