চীর স্মরণীয়
শ্রেষ্ঠদের মূল্যায়ন নানা রকমে হয়
তাঁদের মধ্যে বহু লোক আছে কত
বেশী দিন পর্যন্ত স্মরণীয় হয়ে রয়।
মহৎ আর উল্লেখযোগ্য আছে যাঁরা
সর্বযোগে সর্বকালে মানুষের মনের
ভিতর চিরস্থায়ী স্থান নিয়েছে তারা।
জনগণের মন জয় করা কঠিন নয়
অন্যের কল্যাণে এবং হিতার্থে সময়
মত কাজ করলেই আরো সহজ হয়।
আমরা আশরাফুল মাখলুকাত যত
আল্লাহ ও রাসুলুল্লাহ (স.) এর পথে
কাজ করে পরকালে সুখে রব তত!