চৈত্র সংক্রান্তি
চৈত্র মাসের শেষ দিনটিতে সংক্রান্তি হয়
প্রতি বছর এর উদযাপনও ঐ দিনে রয়।
চৈত্র সংক্রান্তি বাঙালির জীবনে আসে
কত লোক নির্ধারিত স্থানে গিয়েও মিশে।
আনন্দ উল্লাস করে যতোই শিশুদের দল
একত্রিত হয় সকল আরো রয় কোলাহল।
কয়েক গ্রাম মিলে একস্থানে বাজার চলে
সেথায় অনেক কিছু আরো কিনতে মিলে।
হিন্দু সম্প্রদায় পালন করে নিজেদের মত
চৈত্র সংক্রান্তির দিনে তারা ফুর্তি করে যত।
শাস্ত্র লোকাচার অনুসারে পালন করে স্নান
প্রভৃতি ক্রিয়া কর্ম করেও উপবাস ব্রত দান।
চৈত্র সংক্রান্তি উপলক্ষে চলে আসছে মেলা
অনুষ্ঠান পূজা পার্বণ পালনে করে না হেলা।
ঐ দিনটিকে যেন আরো বেসমা’র দিন বলে
উত্তর বঙ্গে চৈত্র সংক্রান্তির পার্বণ যত চলে।
হিন্দু ধর্মাবলম্বীরা এ পার্বণটি পালন করেন
সমাজের সকলেও কত ফুর্তির পথই ধরেন।