চ্যানেল গ্রো করার টিপস :
আমাদের মধ্যে অনেকেই ইউটিউবিং শুরু করেছেন কিংবা ইউটিউবিং শুরু করার প্ল্যান করেছেন।
দুই দলের অনেকেই ইউটিউবিং করতে গিয়ে বেশ কিছু ভুল করি! ফলে আমাদের নতুন ইউটিউব চ্যানেল আশানরুপ গ্রো করে না!
অনেক সময় দেখা যায়, সফল হতে না পেরে অনেকে হতাশ হয়ে ইউটিউবিং ছেড়ে দেয়।
তবে, কিছু সহজ ও ইফেক্টিভ টিপস ফলো করলে, খুব দ্রুত ও সহজে ইউটিউবে গ্রোথ পাওয়া যায়।
নতুনদের কথা চিন্তা করেই আমরা আজকে সে রকম কিছু টিপস শেয়ার করব! এই পোস্টে আমরা, ইউটিউব চ্যানেল গ্রো করার বেশ কিছু টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করব।
যাদের ইউটিউবিং এ আগ্রহ আছে, যারা নিজের ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করতে চান, তারা পোস্টটি ফলো করতে পারেন। চলুন শুরু করা যাক।
ইউটিউব চ্যানেল গ্রো করার টিপস
০১। চ্যানেলকে ভালোমতো কাস্টমাইজ করে সাজিয়ে নিন। ভিডিয়ো আপ্লোড করার আগেই এসইও ফ্রেন্ডলিভাবে ফুল চ্যানেল সেটিং করে নেবেন।
চ্যানেল নেমের ক্ষেত্রে সব সময় ইউনিক ও আন কমন নাম পিক করার চেষ্টা করবেন।
চ্যানেলের একটা সুন্দর, গোছানো ডেস্ক্রিপশন লিখবেন, ডেস্ক্রিপশনে অবশ্যই চ্যানেলের নামটা উল্লেখ রাখবেন।
এতে চ্যানেলের ভালো এসইও হয়। এরপর প্রোফাইল পিকচার, চ্যানেল আর্ট / কাভার ফটো এগুলো প্রফেশনালভাবে তৈরি করে দেবেন।
এসব কাজে হেল্পের জন্য নিচের ভিডিয়ো দুটো দেখতে পারেন।
ইউটিউব চ্যানেল তৈরি ও কাস্টমাইজেশন।
ইউটিউব চ্যানেল নেম এসইও।
০২। ভিডিয়ো আপ্লোড করার আগে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করুন। প্রতিটা ভিডিয়োর অফপেজ ও অনপেজ এসইও করা গুরুত্বপূর্ণ।
এসইও ছাড়া আপনি ভিডিয়ো আপ্লোড করতেই থাকবেন, ভিউর দেখা পাবেন না। তাই প্রত্যেকটা ভিডিয়ো এসইও করে আপ্লোড করুন।
ইউটিউব ভিডিয়ো এসইওর জন্য নিচের ভিডিয়ো টিউটোরিয়াল ৩টি ফলো করতে পারেন।
ইউটিউব ভিডিয়ো অফপেজ এসইও।
ইউটিউব ভিডিয়ো অনপেজ এসইও।
ইউটিউব ইমেজ এসইও।
০৩। ভিডিয়ো আপ্লোড করার পর সেই কন্টেন্টগুলোর প্রপার মার্কেটিং করা জরুরি।
তাই যত স্যোশাল মিডিয়া আছে সবগুলোতে সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করুন।
বিশেষ করে ফেসবুক থেকে বেশ ভালো রেস্পন্স পাওয়া যায়।
০৪। কোথাও কিংবা কাউকে চ্যানেলের লিংক শেয়ার করার ক্ষেত্রে কাস্টম সাবস্ক্রিপশন লিংক ব্যবহার করুন।
এতে আপনার সাবস্ক্রাইবার দ্রুত ও অধিক হারে বাড়বে।
কাস্টম সাবক্রিপশন লিংক বানাতে নিচের ভিডিয়োটি দেখতে পারেন।
কীভাবে ইউটিউব কাস্টম সাবস্ক্রিপশন লিংক বানাবেন?
০৫। কন্টেন্ট ইজ দ্য কিং। তাই কন্টেন্টের হাই কোয়ালিটি বজায় রাখুন।
আপনার নিশ রিলেটেড অথেন্টিক, অরজিন্যাল কন্টেন্ট বানান।
ভালোমতো রেকর্ড ও প্রফেশনালি এডিট করুন। অন্যের কোনো কিছু কপি করবেন না।
থাম্বনেইলে ফেইক কিছু কিংবা ক্লিক বেইট কিছু দেবেন না।
ভিউয়ার কিংবা অডিয়েন্সের জন্য হেল্পফুল ও এন্টারটেইনিং কিছু বানান, যাতে তারা মনযোগ দিয়ে আপনার পুরো ভিডিয়ো দেখে।
এগুলো আপনাকে লং টার্ম সাকসেস পেতে সহায়তা করবে।
প্রো টিপস:
কন্সিস্টেন্সি / রেগুলারিটি ম্যাটারস অ্যা লট। তাই নিয়মিত ভিডিয়ো দেওয়ার চেষ্টা করুন। প্রতিদিন না পারলেও, প্রতি দুই দিন অন্তর অন্তর ভিডিয়ো দিন।
ইউটিউবের রুলস / পলিসি মেনে চলুন। পলিসি ভায়োলেট করে কিছু দেবেন না।
এজুকেইশন / টেক নিশে হাই রিভিউ পাওয়া যায়। এই নিশগুলো নিয়ে কাজ করতে পারেন।
এ ছাড়া গেম লাভার হলে, গেমিং নিশ নিয়েও নামতে পারেন।