ছায়াতলে রাখো !
খোদা তুমি রাহমানুর রাহিম
অনুগ্রহ করে মার্জনা করো
তুমিতো আহকামুল হাকিম!
পড়ে আছি এ ভবের ধাঁধায়
পুরো জীবনে অসীম কাঁদায়
নেই যে আখেরাতের সদায়!
তালা চাবি নেই মোর কাছে
তুমি মাওলার সবতো আছে
তোমার খানায় জীবন বাঁচে!
রাখ আল্লাহ পাক ছায়াতলে
আমায় দিও না দূরেই ঠেলে
উদ্ধারও করো আপন বলে!
সকল যেন যার-তার ভাবে
বিশাল ধরণীতে সৃষ্ট জীবে
তোমার ই মহিমা গায় সবে!
খোদার গুনগান সর্বত্র ওঠে
তিনি বিরাজমান প্রতি ঘাটে
তাঁর কুদরতে সব তো মিটে!