ছিন্ন বস্ত্র !
অনাদর অবহেলায় কতো লোক
পথে পান্থরে রাস্তা ও ঘাটে শতো
দীনহীন জীবন অতিবাহিত করে
তাদের মনের মধ্যে রয় কত দু:খ!
গায়ের পোশাক আশাক যা ছিন্ন
ময়লা ও আবর্জনায় দেহো খানি
ভরে থাকে বেশিরভাগ সময়েতে
তাদের অনেকের জোটেনা অন্ন!
কতো বেলা খেয়ে না খেয়ে থাকে
বুভুক্ষু অবস্থায় অনেক সময় রয়
সীমাহীন দুর্ভোগ ও যন্ত্রণাতে সয়
শতো দু:খ দুর্গতি লেগে রয় সাথে!
অনেক আশরাফুল মাখলুকাত
সীমাহীন অভাব অনটনে জীবন
যায় ক্ষুধার যন্ত্রণায় ভোগতে রয়
শত কষ্টে পার করে দিনাতিপাত!
মানুষ ও আরো কত মাখলুকাত
সীমাহীন দুর্ভোগ দুর্গতির জীবন
যায় ক্ষুধার যন্ত্রণায় ভোগতে রয়
শত কষ্টে পার করে দিনাতিপাত!
ধৈর্য্য সহকারে টিকে আছে যারা
আল্লাহ তায়ালার অসীম দয়াতে
এক সময় দু:খ যাতনা অতিক্রম
করার পরে সুখ ভোগ করে তারা!