ছোটমনি দূরে
সবার ছোটমনি যে
স্নেহের নাতনি সে।
বিদেশে সে আছে
নেই আশে পাশে।
হৃদয় মন নিয়েছে
কষ্টও বেড়ে গেছে।
মোদের মাঝে নাই
বিরহের দুঃখ পাই।
ফোনের জন্যে রই
আলাপে শান্তি হই।
অনেক কথাও বলি
আনন্দ ধরে ই তুলি।
সৃষ্টিকর্তা করো দয়া
সকলকে কর মায়া।
স্রোতে স্রোতে নদীর যত ঢেউহঠাৎ ওঠে জেগে তো ঝাপটেপড়ে কতো ভেজা ভেজা মাটিবালু কাঁকর পাথর সহ আরোসিমেন্টের শক্ত বাঁধেরই ওপরকিছু দিয়ে তাকে বেঁধে কেউ। আটকেতো রেখেছিল সকলেলাফিয়ে লাফিয়ে নেচে নেচেউল্লসিত উচ্চ স্বরে চারিদিকেপাড়ায় পাড়ায় অলি গলিতেঘরে আঙিনায় কামরায় আরবাগিচায় সর্বস্থানে ঢুকে পড়ে। কত ঝটপট গ্রাস করে ফেলেকোনো জিনিসই পায়না ছাড়াতার হাত হতে বাসন কোসনঅলঙ্কার কাপড়…
কান্নার রোলকেউ নীরব ওনিস্তব্ধ চুখেরপানি মুছে দীর্ঘশ্বাস ফেলে নেইকোন গন্ডগোল। মৃতের কতভাই বোন মাবাবা চাচা চাচীদাদা দাদী ওনাযাত প্রার্থীআত্নীয় যত ! সকলের মুখেদুঃখের ছাপকোরান হাদিসতাসবী জপেস্বজনের ব্যথাসবারই বুকে ! লাশ বের করেযেই ঘর থেকেকান্না শুরু হয়পরে সবে নিয়েপড়া শুনা করেআর পথ ধরে! জানাযার তরেঈদগাহে লোকউপস্তিতিদেরবুক ভরা দুঃখসারিতে দাড়ায় ওঈদগাহ যায় ভরে।
কষ্ট সহ্য করে যে মানুষটি সন্তানের জন্ম দেনতিনিই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কষ্টেরতীব্রতা অসয্য জ্বালা যন্ত্রণাও বহন করে নেন! কেঁদেছিলাম অঝোরে সেদিন শুধুআওয়াজ কোনো ফোটেনি তখনস্নেহ ভালোবাসায় দিলেন দুধ মধু! যে মায়ের নাড়ী ছেঁড়া ধন আমিসে মাকে সৃষ্টিকর্তা নিয়ে গেলেনভাগ্যে কি যে জানেন অন্তর্যামি! বাঘের থাবা থেকে বাঁচতে হরিণ ছানা যেমনদৌড়িয়ে মায়ের…
আল্লাহ একক অ-দ্বিতীয়তাঁর কোন সমকক্ষ সদৃশস্ত্রী সন্তান অংশীদার কিছুনেই একত্ব তাঁরই মাঝেতেনিহিত তাই তিনি পূর্ণতারঅধিকারী এক-অদ্বিতীয়! সুন্দর নাম সমূহ পূর্ণ শ্রেষ্ঠগুণাবলী কেবল মাত্র তাঁর‘আহাদ’একমাত্রই আল্লাহছাড়া আর কারোও ক্ষেত্রেপ্রযোজ্য নয় গুণাবলীতেইএকমাত্র পরিপূর্ণ উৎকৃষ্ট ! তাঁর সত্তা এবং গুণাবলীতেএকক কোনোই শরীক তাঁরনেই সকল নবী – রাসূলদেররিসালাতেরই আগমনও হয়একত্ব ঘোষণার জন্যে তিনিছাড়া মাবুদ যে নেই বলিতে! সামাদ’ও হচ্ছেন…
কখনো করুন বেদনায় নিমজ্জিত হয়আনন্দময় আরো যে উল্লাসের জীবনকখন কিযে ঘটে কেউ বলতে পারেনাকারো ভাগ্যের নির্মম পরিহাসে যা রয়। আজ যে সুখী জানেনা তো কিনা ঘটেফুর্তি আমোদে যতো সুখ সাচ্ছন্দেয়ইসময় যায় হেসে খেলে হয়তো সে এরপরক্ষণেই দুর্গতিতে পড়ে কত জোটে! কাতর মনে বেজেই উঠে বিষাদের সুরবিরহ জ্বালা অনেক কষ্টদায়ক আরোঅসহ্য যন্ত্রণার মুহুর্ত অতিক্রম করাটাকতযে পীড়া…
যতো দিন যাচ্ছে বাড়ছেও রোগশিশু কিশোর ছোটো বড়ো আরআবাল বৃদ্ধ বনিতা করছে ভোগ। খাবার দাবার সব কিছু ভেজালফল ফলাদি কতো প্রয়োজনীয়দ্রব্যাদি কিছুতে নেই নির্ভেজাল। সৃষ্টিরও সেরা সকল মানব জাতিকাজে কর্মেই করছে ফাঁকি জুকিবিনষ্ট হয়েছে অনেকের মতিগতি। করতেই হবে তাদের উন্নতি লাভপরের ক্ষতি করে মুনাফা লোটেঅন্যদের টকানো যত মনোভাব। দুষ্কৃতিদের কারণেতে ভোগে যাইপ্রলোভন ধোকা টকানো থেকেইআল্লাহর…