জগৎ স্বামী !
দয়াল বন্ধু আমার মনে রাখিও
বেড়ানো কালে তুমি সাথে নিও
আঘাত ব্যথা পেলে শান্তি দিও।
স্নেহের বন্ধু কখনোই ভুলো যদি
বুঝতে পারব আমার বিধি বাদি
নিরবে আসবেই তখন গুণনিধি।
আখি মুদলে যে রূপ দেখা যায়
আঁধারে আলো তাকে মনে চায়
ধৈর্য ও প্রতীক্ষাতে বন্ধুকে পায়।
তাই বারংবার আর বলব কতো
আসবে সামনে আরো সুখবসন্ত
জন্মের মতো দেখে করিও শান্ত।
এখন তোমাকেই কী বলব আমি
আল্লাহ তায়ালা সবার অন্তর্যামী
সকলে জানে তিনি জগৎ স্বামী!।