জাগতিক
দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে কেহ
তাহা নিয়ে বেঁচে থাকা অনেক ভাল
কেননা নিজের কষ্টের দরুন কারো
জবাবদিহি করতে হয়নি কোন দেহ।
অন্যকে কষ্ট দিলে জীবন তার ভরে
অভিশাপের বোঝা মাথায় নিয়ে যার
আজীবন চলতে হয় আরো সেইরুপ
অভিসম্পাতে কষ্টও থাকে তার তরে।
আবেগ ও বিবেক দুইটি জিনিস ভিন্ন
বেশিরভাগ ক্ষেত্রেই আবেগ ক্ষতিকর
বিবেক মানুষকে ভালো মন্দের বাছাই
করতে শিখায় সম্পর্কও করে না ছিন্ন।
এক কাপ চায়ের সাথে তুলনা করা হয়
মানুষের জাগতিক জীবনকে কেনো না
যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি
ততই দ্রুত তলার দিকে গিয়ে পড়ে রয়।