জান্নাতের ফুল !
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ
তাদের জন্যে গড়ব আমরা উপযুক্ত পথ।
উপেক্ষা করে শিশুদের যে মায়াভরা মুখ
দুনিয়ায় হারাবে সেই অভাগা স্বর্গ ও সুখ!
অবজ্ঞা করোনা তো শিশু সুলভ আচরণ
শিশুদের জন্যই অপার সুন্দর এই ভুবন!
কোন মিথ্যার লেশমাত্র নেই ওদের মাঝে
আমরা মিথ্যা শিখাই করি তাদের বাজে!
ধনী গরীব ভেদাভেদ থাকেনি কখন মনে
সমাজ শিখায় ভেদাভেদ যত ক্ষনে ক্ষনে!
তারা জান্নাতের ফুল নেইকো কোন ভুল
কত সুন্দর জগৎ হবে মানসিকতাই মূল!
সমাজ কতোই ভুলে ভরা কবে ঠিক হবে
সুপ্তমনে শিশুরা শুধুই কামনা করে ভবে!