জারী থাকে পাপ
মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়
আর কতো কাজের সওয়াব বা গুনাহ
যার মৃত্যুর পরেও অনেক চলমান রয় !
সওয়াবের ক্ষেত্রে যেগুলো রয় চলমান
সদকায়ে জারিয়া নেক সন্তান মসজিদ
নির্মাণ ইত্যাদির ফল থাকে আবহমান !
যে সব গুনাহ মৃত্যু বরন পর রয় জারী
সে সম্পর্কে তো আমাদের কোন ধারণা
নেই শেষে গুনাহের বোঝা হয় যা ভারী !
করতে থাকেই ভারী সব পাপের বোঝা
প্রভাবশালী হতে নিজ এলাকাতে জন্ম
দেয় ত্রাসের মৃত্যুর পরেও ভোগে মজা !
ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়
ক্ষমতাধর ব্যক্তি দ্বারা অশালীন উদ্ভাবন
হলে মৃত্যুর পরও শাস্তি ভোগ করে নেয়।
ব্যক্তিকে অন্যায়ভাবেও হত্যা করা হলে
তার এ খুনের পাপের অংশ আদম (আ.)
এর প্রথম ছেলে কাবিলের ওপরেই চলে !
সুদি অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যায়
আর অ্যাকাউন্ট বন্ধ নাহি করে তাহলে
সে কবরে থেকেই সুদের যা গুনাহ পায় !
ধরনীতে যতো আশরাফুল মাখলুকাত
আল্লাহর অসীম করুণা অর্জন করতে
সঠিক শুদ্ধভাবে কর সবে দিনাতিপাত !