জীবন উজাড় করেন
বাবা-মায়ের সাথে কথা বলো হাসি মুখে
প্রতিদিন তাদের সাথে আচরণও করতে
থাকো আনন্দ উল্লাস আর নমনীয়ভাবে
তাঁদের খুশিতে স্রষ্টাকে পাবে সুখে দু:খে!
তাঁদের সন্তোষ্টিতে আল্লাহ থাকেন রাজ
মা বাবার মংগলে করে যাও কাজ নতুবা
দুনিয়া আখেরাত সব অন্দকার হবে যদি
উভয়ের মধ্যে একজনও থাকেন নারাজ!
নম্র আর ভদ্রতার সাথে কথা বলে থাক
আচার আচরণেই হাসি মুখ প্রদর্শন কর
তাঁরা উভয় বা একজনও বার্ধক্যে যদিচ
পৌঁছে খাদ্য সুস্থতার সব দিকে দৃষ্টি রাখ!
পিতা মাতা মহা মূল্যবান আমাদের তরে
পৃথিবীতে সকলের আবির্ভাবের পূর্ব হতে
সন্তানদের আরাম আয়েশ সুখ ও শান্তির
আনয়নের জন্যে মাথার ঘাম পায়ে ঝরে!
এমন নি:শ্বার্থ পরিশ্রমী জগতে আর নাই
তাঁরা ভোগ বিলাস বর্জন করে সন্তান ও
সন্ততির লক্ষ্যে জীবন উজাড় করেন যে
সবে ইহ আর পরকালে শান্তি যেনো পাই!