জীবন ও জীবিকা

প্রাকৃতিক দুর্যোগ চলছে দেশে
মানুষের শতো দুঃখ ও দুর্ভোগ
অনেকের জীবনে আছে মিশে।

জীবন ও জীবিকার জন্য ব্যস্ত
সবাই সকাল থেকে সন্ধে পর্যন্ত
উপার্জনে নিয়োজিত রাখে হস্ত।

কিভাবে উপার্জন করতে পারে
এ চিন্তায় সময় ব্যয় করে পরে
আয় উন্নতির কাজ কর্ম সারে।

সাধনা পরিশ্রমে জীবন ঘোরায়
দৃঢ় মনোবলের সহিত কাজকর্ম
সম্পন্ন করে সব অভাব তাড়ায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *