জ্বরে থর থর !
আমার নাতনিটির প্রচণ্ড জ্বর
কতো যন্ত্রণাতে কাঁপে থর থর!
ডাক্তারের কাছেও নিয়ে গেলে
তার অধিক জ্বর ডাক্তার বলে!
ঔষধ পথ্যও তখন আনা হলে
রীতিমত সেবন যার নাহি চলে!
নিয়ম মাফিক সেবন করে না
ফলে দেহে শান্তি তো পায় না!
জ্বরের সাথে সর্দি আর কাশি
কষ্ট করছে দিবা আরো নিশি!
অসুখে ভোগে তার স্বাস্থ্য হীন
অশান্তিতে চলছে ই রাত্র দিন!
খেলা ধুলাতে আর মনটি নাই
কেবল হায়হুতাশ শুনতে পাই!
আল্লাহ তায়ালা কতই দয়াময়
বড় নাতনিকে করেন নিরাময়!
তাঁরও মেহেরবানীর সীমা নায়
অসীম করুনাতে ই মুক্তি পায়!