জ্বালায় আলো !
সেই সত্যিকার বন্ধু যে সঙ্গে থাকে
বিপদে এগিয়ে রয় সময়ের ফাঁকে।
কল্যাণের জন্য নিজের ক্ষতি করে
অসুখ বিসুখ হলে সে জড়িয়ে পড়ে।
অবস্থা কখন কোন শোচনীয় হলে
তখন আরাম বিসর্জন দিয়ে মিলে।
দুঃখে নিজের খেয়াল রাখতে পারে
আন্তরিকতার ফলে সব কিছু সারে।
আনন্দ পুরোটাই ভোগ করতে চাও
অন্য কাহারো সঙ্গে ভাগ করে নাও।
বন্ধুত্ব হওয়া যতো ধীরে ধীরে ভালো
অন্তরংগ হলে পরে জ্বালায় আলো!
বন্ধুত্ব শরীরের যেন সু স্বাস্থ্যের মতো
হেরে গেলেই বোঝা যায় মূল্য কতো!