টক মিষ্টি ঝাল
খাব খাব করো কেন?
বসে যাও আহারে
বিলাব আজব খাওয়া,
ভোজন কয় যাহারে।
কত কিছু খাওয়া লেখে
দেশ বাসীর ভাষাতে
আনব সব এক সাথে
থাকলে সে আশাতে।
তরকারি ডাল ভাত
ফল মূল শস্য,
আমিষ ও নিরামিষ
চর্ব্য আর চোষ্য।
সেমাই রুটি ভাজি,
টক ঝাল মিষ্টি,
দোয়েল কোয়েল সারসের
হরেক রকম সৃষ্টি।