টাকা কামানর ০৯ টি উপায়
০১। অনলাইন থেকে আয়/ ফ্রিলেন্স কাজ –
বাস্তব দুনিয়ার মত অনলাইন আর একটা দুনিয়া । এই জগতে কাজ করলে যেমন টাকা আয় করা যায় ঠিক তেমনই অনলাইনে কাজ করেও হাজার হাজার নয় লাখ লাখ এবং ক্ষেত্র বিশেষ কোটি কোটি টাকা আয় করা যায় ।
অনলাইনে কি ভাবে টাকা আয় করবেন ? অনলাইনে কি কাজে অনেক বেশি টাকা ? অনলাইনে কি কি কাজ করে টাকা আয় করা যায় ?
এমন প্রশ্ন আপনার মাথায় যদি ঘুরতে থাকে তবে এখনই অনলাইনে ঢুকে পড়ুন । বাস্তব দুনিয়ার মত অনলাইন একটা আজব দুনিয়া ।
মানুষ যে কত প্রকার কাজ করে টাকা ইনকাম করতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না ।
তাই সময় নষ্ট না করে এখনি কম্পিউটারের সামনে বসে পড়ুন ।
বেশি না ৩ মাস একটানা সময় দিন অনেক আইডিয়া পেয়ে যাবেন তার পরে সেই আইডিয়া বা সেই কাজ শিখতে থাকুন আর শেখার পরে আয় করতে থাকুন ।
০২। নতুন আইডিয়া খুঁজে বের করা –
একটি কার্যকরী নতুন ও বাস্তবসম্মত আইডিয়া আপনার জীবন বদলে দিতে পারে ।
এমন আইডিয়া না যা শুধু টাকা আয় করতে পারে বরং এমন আইডিয়া যা কোন সমস্যার সমাধান করতে পারে ।
নিচে আমি এমন কিছু আইডিয়া শেয়ার করছি যা তাঁদের মালিকদের সম্পদের পাহাড় গড়ে দিয়েছে । •
Larry Page & Sergey Brin এর আইডিয়াই আজকের Google • Mark Zuckerberg এর আইডিয়াই আজকের Facebook •
Shai Wininge এর আইডিয়াই আজকের Fiverr • Lalit modi এর আইডিয়াই আজকের IPL • Jan Koum এর আইডিয়াই আজকের Whatsapp
০৩। ইউটিউব চ্যানেল –
আপনি আপনার পছন্দের যে কোন বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে এডিট করে আপলোড দিয়ে টাকা আয় করতে পারবেন ।
যদিও জ্ঞানের ভিডিও সবচেয়ে বেশি ভিউ হয় তবু আপনি প্রায় সব রকমের ভিডিও বানিয়ে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারবেন ।
আমাদের দেশের অনেক ইউটিউবার বছরে অনেক টাকা আয় করে । আপনিও করতে পারেন ।
বিস্তারিত জানতে একটু গুগল বা ইউটিউবে সময় দিন সব পরিস্কার বুঝতে পারবেন ।
০৪। নিজের ভালো লাগে এমন কিছু নিয়ে কাজ
করা –
একেক জনের ভালো লাগা একেক রকম । সবার সাথে আপনার ভালোলাগা মিলবে ব্যাপারটা এমন নয় ।
কারো সাথে আপনার ভালোলাগা মেলা না মেলা কোনো ঘটনা নয়- আপনার উচিৎ হবে আপনার নিজের প্যাশন কে ফলো করা ।
আপনি ফুটবলের কথা স্মরণ করলে কাকে মনে পড়ে ? = মেসি/ রোনালদো
আপনি বক্সিং কথা স্মরণ করলে কাকে মনে পরে ? = মোহাম্মাড আলী
আপনি ক্রিকেটের কথা স্মরণ করলে কাকে মনে পরে ? = শচিন ।
উনারা প্রত্যেকেই নিজের ভালোলাগা কে মূল্যায়ন করেছেন, চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন , ফলাফল হিসেবে সবাই সফল ও হয়েছেন ।
গান গাইতে ভাল লাগে ? গাইতে থাকুন । ছবি তুলতে ভাল লাগে ? তুলতে থাকুন । আপনাকেও আজকে থেকে আপনার প্যাশন কে অনুসরণ করতে হবে – সাফল্য আসবেই আর সাফল্য যেখানে টাকাও আছে সেখানে ।
০৫। গাড়ি ভাড়া দিন –
নিজে ড্রাইভারি করতে না চাইলে আপনার গাড়িটি একটি ড্রাইভারকে ভাড়া দিন । দৈনিক বা মাস শেষে নগদ টাকা গুণতে থাকুন ।
ইউরোপ – আমেরিকায় অনেক বাঙালি এই বিজনেস করে । আমাদের দেশেও এই বিজনেস খুব জনপ্রিয়তা অর্জন করছে ।
আপনি পিছে পড়বেন কেন ? এখনি আপনার বসে থাকা গাড়িটি ভাড়া দিন এবং প্রতিদিন নগদ টাকা গুণতে থাকুন।
০৬। ব্লগিং-
আপনি যদি লিখতে ভালবাসেন এবং নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হতে চান তাহলে এইটি হতে পারে আপনার আয়ের অন্যতম একটি উৎস ।
আপনার অভিজ্ঞতা, আইডিয়া, মতামত লিখে মানুষের সাথে শেয়ার করে আপনি হতে পারেন কোটিপতি ।
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে মানুষকে আপনার লেখার দিকে ধাবিত করতে পারলে আপনাকে আর কোনদিন পিছনে ফিরে তাকাতে হবে না ।
০৭। ফ্রিলেন্স লেখক –
কন্টেন্ট হচ্ছে কিং, সুতরাং বুঝতেই পাচ্ছেন, ভাল কন্টেন্টের চাহিদা আকাশচুম্বী । আজকাল অনেকেই তাঁদের ওয়েব সাইটের কন্টেন্ট লেখার জন্য, বই লেখার জন্য, বই অনুবাদ করার জন্য, পত্রিকার সংবাদ, কলাম লেখা, বই রিভিউ ও বানান ঠিক করার জন্য লেখক ভাড়া করে থাকেন ।
আপনার লিখতে যদি ভাল লাগে আর টাইপিং স্পীড যদি ভাল হয় তবে এই ভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন ।
০৮। ফেসবুক অ্যাড ম্যানেজার –
আজকাল প্রায় সকল বিজনেস ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে । কিন্তু সবাই বিজ্ঞাপন দেয়া, ডলার সংগ্রহ ও পে করার মত অবস্থায় থাকে না ।
আপনি যদি এমন ৫০-১০০ জন মানুষের বিজনেসের জন্য অ্যাড দেয়ার ও পেমেন্ট করার কাজটি করতে পারেন এখান থেকে আপনি ৪০-৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন ।
০৯। দূর থেকে সাহায্যকারী –
অনলাইনের এই যুগে অনেক ব্যবসায়ীরা বিজনেসের নানা কাজে সহায়তার জন্য লোক নিয়োগ দিয়ে
থাকে ।
যেমন গ্রাফিক্স, ফটোশপ বা ভিডিও ইডিটিং, ব্লগ ইডিটিং সহ নানা কাজে সহায়তার জন্য লোক নিয়ে থাকেন ।
আপনি এসব কাজে দক্ষ হলে খুব সহজেই এমন কোম্পানির জন্য কাজ করে উপার্জন করতে
পারবেন ।
আজকাল বাসায় বসেই অনলাইনে অনেক কাজ করা যায় । অনেক কোম্পানি আছে যারা শুধু কাজ চায় আপনি কোথায় থেকে কাজ করছেন এটা কোন ব্যাপার না ।
অনলাইনে কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি এমন কাজ খুঁজে পেতে পারেন ।
যেমন • Flexjobs • SolidGigs • We Work Remotely • Remote.co • Remotive • Skip the Drive • Virtual Locations • Remote OK • Staff.com • Working Nomads • Jobspresso • Europeremotely • Jobscribe • WFH.IO • Outsourcely • PowerToFly