ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে করবেন ? (ডিজিটাল মার্কেটিং কৌশল)
ডিজিটাল মার্কেটিং:
ডিজিটাল মার্কেটিং হচ্ছে- ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কনজিউমারের কাছে পন্যের জানান দেওয়ার একটি পন্থা।
মার্কেটিং এর কাজ মূলত মানুষের নিকট পন্য সঠিক সময়ে পৌঁছে দেয়া বা জানান দেয়া।
বর্তমানে মানুষ বেশিরভাগ সময় ব্যয় করে থাকে অনলাইনে।
ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে করবেন ? (ডিজিটাল মার্কেটিং কৌশল)
সহজ ভাষায়, ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো।
ডিজিটাল মার্কেটিং এর অনেক ধরণ ও প্রকারভেদ রয়েছে এবং তা নির্ভর করে কোন ধরণের প্রচারণার জন্য এটি ব্যবহার করা হচ্ছে।
উপরের কথা মতো যে কেবল ব্যবসার প্রসারের জন্যই মার্কেটিং করতে হয় তা কিন্তু না।
বর্তমান যুগে যে কোনো ধরণের সেবা প্রদান কিংবা নতুন কিছু শুরু করার জন্য চাই প্রচারণা।
হোক সেটি কোনো অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতার প্রচারণা অথবা কোনো নির্বাচনী প্রচারণা।
আর যেহেতু সময়টি এখন ডিজিটাল, তাই প্রচারণার মাধ্যমটিও হওয়া চাই ডিজিটাল।
তাহলে প্রশ্ন আসতে পারে আমরা টেলিভিশনে যতো অ্যাড দেখি, সোশ্যাল মিডিয়াতে যতো অ্যাড দেখি, মোবাইলে গেইম খেলার সময় যতো অ্যাড দেখি, তার সবই ডিজিটাল মার্কেটিং কি?
উত্তরটি হচ্ছে ‘হ্যা’, এগুলো সবই ডিজিটাল মার্কেটিং। এখন বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব ?
মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কাকে বলে ?
জনাব হাবলু সাহেব একজন উদ্যোক্তা তিনি বর্তমানে একটি সফল ব্যবসার প্রতিষ্ঠা করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেন।
জনাব হাবলু সাহেব তার পরিকল্পনা অনুযায়ী কাজ করলেন, তিনি সফলভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো তার ব্যবসায় পর্যাপ্ত পরিমাণে আয় করতে না পারায় তার ব্যবসা ঝুঁকিতে পড়ে যায়।
তাই তিনি বাবলু নামে একজন ডিজিটাল মার্কেটের সাথে পরামর্শ করেন।
বাবলু সাহেব পরামর্শ দিলেন তার ব্যবসা থেকে পর্যাপ্ত পরিমাণে আয় না হওয়ার কারণ হলো সে তার পণ্য বা সার্ভিস এর জন্য সঠিকভাবে মার্কেটিং করতে পারেনি।
বিষয়টি হাবলু সাহেবের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তাই তিনি চিন্তা করলেন তার ব্যবসা টিকিয়ে রাখার জন্য এখন ডিজিটাল মার্কেটিং করা প্রয়োজন।
জনাব হাবলু সাহেব চিন্তা করলেন বাবলু সাহেবকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে তার কোম্পানিতে নিয়োগ দিবে।
তারা তাদের চুক্তি অনুযায়ী কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য এবং কোম্পানি আয় করার জন্য বাবলু সাহেব কাজ করা শুরু করে দিলেন।
হাবলু লক্ষ্য করলেন বাবলু সাহেব এক মাসের মধ্যেই তার কোম্পানির জন্য প্রচুর পরিমাণে পণ্য বা সার্ভিস এর অর্ডার নিয়ে আসা শুরু করেন ।
এক বছরের মাথায় তার কোম্পানি আয়ের মুখ দেখতে পেল।
একটা সময় হাবলু সাহেব বাবলুর ডিজিটাল মার্কেটিং এর প্রশংসা করা শুরু করলেন।
ব্যবসায় সাফল্য লাভের মূল একটি মন্ত্র হলো ঠিকভাবে ব্যবসার প্রচারণা করা।
কথায় আছে না, প্রচারেই প্রসার। ব্যবসার প্রসার তখনই হবে যখন এর প্রচারণা ঠিকমতো হবে।
ব্যবসা বাণিজ্যের শুরু থেকেই প্রচারণার ব্যাপারটি সাথে জড়িত আছে।
তবে আধুনিকতার জুগে এই প্রচারণার ব্যবস্থাটিও হয়ে উঠেছে আধুনিক।
আধুনিক তো হতেই হবে। পুরোনো জিনিস জনসাধারণ আর কতো দেখবে ?
প্রচারণার এই আধুনিকতার নাম হলো ডিজিটাল মার্কেটিং।