তরুণ্যের অবদান
সকল সেক্টরেই মিলে তরুণদের অবদান
সর্বজন বিধিত কেবল তরুণরা জাতিকে
সুখ শান্তির সমাজ উপহার করবে প্রদান।
যেথা থাকবেনা কোনো অন্যায়-অবিচার
শোষন জুলুম গুম খুন দুর্নিতী ইভটিজিং
চুরি-ডাকাতি রাহাজানি ও যত পাপাচার।
মানুষের মধ্য থেকে নৈরাজ্য সৃষ্টি হবে দূর
শান্তিতে আল্লাহ তায়ালার হুকুম আহকাম
ও রাসুলের (সা.) আদর্শে থাকবে বিভোর।
নাস্তিক মুরতাদদের থাকবেনা আস্ফালন
এতোই সুন্দর সমাজ কেবলমাত্র তরুণরা
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করবে লালন।