তেজস্বী বীর
রে চঞ্চল তেজস্বী বীর
তোমার গতি কর ধীর।
তুমি না হওতো অস্থির
করো তোমার মনস্থির।
লাভ নেই হয়ে অশান্ত
অগ্রসর হও হয়ে শান্ত।
ভাগ্যে কি যেন জোটে
কখনো কত যায় ঘটে।
কতজনও খেলে মাটে
কেউবা নদীর ও ঘাটে।
কাহারও ভাগ্যে বিপদ
বাকী সব রয় নিরাপদ।
বাহাদুরের ও কত মতি
তারাও হয় সমাজপতি।
তাদের গতি হয় অধির
টকাতে সরল ও বধির।