দায়িত্ব হীন
তুমিও ছিলে ওদের সাথে
যখন একে অন্যকে প্রচুর
আঘাতে লিপ্ত ছিল হাতে!
একটু পদক্ষেপ তুমি নিলে
হতাহত হয়তো বন্দই হতো
আরোও রেহাই যেত মিলে!
কি দায়িত্ব তুমি নিলে তখন
সামনে রেখে ঝামেলা হলো
অনুতাপ যত করছো এখন!
যথা সময় সামাল দিতে হয়
হানাহানি ভেঝাল যা আছে
আত্না তবেতো শান্তিতে রয়!
আশরাফুল মাখলুকাত যত
জ্ঞান বুদ্ধিতে চলবো নয়তো
জবাব দিহি করতে হবে শত!