দালালদের দৌরাত্ম্য

দালালদের দৌরাত্ম্যও অত্যন্ত পুরনো বিষয়
আদালত পাড়ায় বা দেশের সরকারি বিভিন্ন
দপ্তরে এরা বহিরাগত কাজ করে দেবে বলে
সাধারণ নিরীহ মানুষদেরই অর্থকড়ি হাতিয়ে
নেয় অনেক সময় মানুষ অসহায় হয়ে এদের
শরণাপন্ন হয় সেবা নিতে আসা অনেকে তো
ওদের খপ্পড়ে পড়ে খুইয়ে যান বিষয়-আশয়।

দুর্নীতিবাজ কর্মচারিদের যোগসাজশ রয়েছে
দালাল বাটপারদের সঙ্গেই সংশ্লিষ্ট অফিসের
অনেক দপ্তরেই রয়েছে সরকারি কর্মচারিদের
সমন্বয়ে একটা দালাল চক্র ওদের বিরুদ্ধে যে
অভিযান পরিচালনা করছেন একটি ভ্রাম্যমাণ
আদালত সারা বছরে ই অভিযান চালু থাকবে
কতোটুকুন ফলোদয় হবে তা নাহি জানা গেছে।

পাসপোর্ট অফিস গুলোতে ও অভিযান হচ্ছে
পরিচালিত অন্যান্য দপ্তরগুলোর মতো টাউট
বাটপারদের দৌরাত্ম্য বন্ধে এর মধ্যে সরকার
কিন্তু ঘোষণা দিলো টাউট-বাটপারদের বৈধতা
দেয়া হবে যে দালালচক্র এতদিন অবৈধভাবে
সাধারণ মানুষকে হয়রানী করেছে এখন তারা
হয়রানী ঠিকই করবে তবেতা বৈধ করে নিচ্ছে।

তাদের এই অপোকর্মটির বৈধতা চলে আসবে
সে সঙ্গে পাসপোর্ট অফিসের যতো দুর্নীতিবাজ
কর্মচারি এখনও দালালদের সহযোগিতা করে
আসছে সাধারণ মানুষদের পকেট থেকে টাকা
হাতিয়ে নিচ্ছে নানা অজুহাতে আরো দালালরা
বৈধতা পেয়ে গেলে সেখানকার যা দুর্নীতিবাজ
কর্মচারিরা যেনো বৈধভাবেও ঘুষ নিতে বসবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *