দিক দিগন্ত
অনুমতি নিতে যত কথা
সিধান্ত নিবে যাবে যেথা
আরো সাথে রবে সেথা।
দিক বিদিক ছুটেই চলে
সকল বন্ধু বান্ধব মিলে
কতো চলছে হেলেদুলে।
কেউতো গল্প সল্পে মত্ত
কাহিনীও তথ্য উপাত্য
চলছে সব দিক দিগন্ত।
চলার পথে একটি হাট
এর পরে রয় খেয়াঘাট
একটু দূরে বিশাল মাঠ।
তারা মাঠে পৌঁছে যায়
ভীড় হয় দর্শকের দায়
কত পরিচিত বন্ধু পায়।
ওরা সকল দর্শক সাজে
বসে গেলো সবার মাঝে
ভরপুর শব্দ আওয়াজে।
মনে আনন্দ উৎফুল্ল বয়
দীর্ঘক্ষণ ধরেই খেলা হয়
শেষে বাড়ি ফিরতেও রয়।