দূর্ঘম পথ অতিক্রম
যত মনে পড়ে যেন তখন খুব ছোট ছিলাম
সেদিন আমি বাড়িতে একা আম্মু বললেন
বাবা তুমি কি তোমার বোনের বাড়ী যেতে
পারবে খুশির হাসি দিয়েও পারব বললাম।
তাহলে বাবা তুমি যাত্রা সেদিকে শুরু কর
যাতায়াত করতে সতর্ক হয়ে চলতে থাকো
কোন বিপদের সম্মুখীন না হয়ে যে সহজে
উপস্থিত হও আল্লার নামও যত জপন ধর।
তিনি বললেন বাছাধনের জন্য দোয়া করি
আল্লাহ যেন রাস্তা ঘাটের সব বিপদ আপদ
হতে রক্ষা করে যাতায়াতেরও সুযোগ দান
করেন কায় মনে আরোও আল্লাহকে স্মরি।
রওয়ানা হলাম বাই সাইকেল একটি নিয়ে
অনায়াসে চলতে থাকি অদূরে কালভার্টের
নীচে সাইকেল সহ পড়ি এক লোক উদ্ধার
করলে ঠিক করে তবে গন্তব্যে পৌঁছি গিয়ে।
মায়ের স্নেহ আর দোয়ার বদৌলতের ফলে
মারাত্মক দুর্ঘটনারও শিকার হয়ে আল্লাহর
অসীম মেহেরবানীতে রক্ষা হয় কেবল মাত্র
মা বাবার প্রার্থনা থাকলে শত রেহাই মিলে।
আল্লাহর খাছ মেহেরবানী মা বাবার করুনা
কোন কঠিন বিপদের সম্মুখীন হলে তাঁদের
অসীম দোয়ায় সহজ ভাবে উদ্ধার আরোও
অগনিত মুক্তি মিলে যারতো সীমা ধরেনা।