দেশ প্রেম
কতো লোক নিজেকে সুখী ভাবে
তারা জানে কারো কাছেতে কিছু
প্রত্যাশা করলে দু:খ বেড়েই রবে।
জীবনে অশান্তি ও কষ্ট কতো মনে
আল্লাহর উপর ভরসা রেখে শতো
চেষ্টায় রয় সুখ কেমন করে আনে৷
প্রাপ্তি প্রত্যাশার পার্থক্য হল দুঃখ
নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে
ফেললে উপস্থিত হয়ে থাকে সুখ।
পকেটে ভর্তি কারো রয় যদি টাকা
অনেক কাজ কর্মের সুযোগ থাকে
টাকা না থাকলে গুণীও হয় বোকা।
বিচার করো না তো সফলতা দ্বারা
কতো ব্যর্থতা হতে ঘুরে দাঁড়িয়েছে
এ জন্যে উন্নতি লাভ করেছে তারা।
ভুল না করলে কেহো হয়নি সফল
হাত ঘুটিয়ে বসে থাকলে ত্রুটি হবে
মনে করে কাজে কর্মে হবে বিফল।
কোন দেশে জ্ঞানী গুণী বেশি হলে
তা দেশ প্রেমিকের চেয়ে সে দেশে
শান্তির চেয়ে অশান্তিই বেশি মিলে।