দৌরাত্ম !
প্রতিনিয়ত যা দেখা যায়
বর্তমান কষ্টের জমানায়।
দু:খীদের হক কেড়ে নেয়
গরীবেরে শান্তি নাহি দেয়।
এগুলো করে যাচ্ছে তারা
ঠগভাজ ও বাটপার যারা।
দিন রজনীই ধান্দায় রয়
কিভাবে যেন ঠকাতে হয়।
দৌরাত্ম বাহাদুরিও কতো
ওদের জন্য ভোগে শতো।
স্বার্থের যা সুযোগ খুঁজে
বেহুশ করে মাঝে মাঝে!
অজ্ঞান করে হাতিয়ে লয়
ভুক্ত ভোগী নির্যাতন সয়!
ছিন্তাই টগবাজিতে যা পায়
আনন্দ খুশিতে এসব খায়!