দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি
ভর করেছে সাধারণ মানুষের অর্থের অভাব
প্রয়োজনীয় যত খাদ্যদ্রব্য সামনে থাকলেও
পকেটের দিকেতো তাকিয়ে শুধু দেখে যেতে
হচ্ছে এতে ক্রমশ নষ্ট হচ্ছে মানুষের স্বভাব।
আজকের দিনে উন্নয়নের দিকে দেশ যাচ্ছে
বহুসংখ্যক মানুষই অপর্যাপ্ত আয়ের অন্তর্ভুক্ত
বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধিতে
নিম্ন আয়ের মানুষেরাও হিমশিম খেতে হচ্ছে।
ক্রমশই সমস্ত মানুষের ঘনিয়ে আসছে দুর্দিন
নিত্যদিনের অতি প্রয়োজনীয় জিনিস পত্রের
মূল্য লাগামহীনতার কারণে অস্থিতিশীলতায়
ভোগছে লোকজন আসবে যেন কবে সুদিন।
উচ্চশ্রেণির মানুষের কাছে বাধাহীন মনে হয়
নিম্ন আয়ের মানুষের কাছে একদম বিপরীত
জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে দেয়ালে পিঠ
ঠেকে গেছে জগতে গরীবসব অশান্তিতে রয়।